Select Page

অমীমাংসিত/ গুজব ছড়ানোর পরিণতি, প্রথমবার সেন্সরের খড়গে ওয়েব ফিল্ম

অমীমাংসিত/ গুজব ছড়ানোর পরিণতি, প্রথমবার সেন্সরের খড়গে ওয়েব ফিল্ম

সম্প্রতি ওয়েব ফিল্ম বা সিরিজের সঙ্গে ‘সত্য ঘটনা অবলম্বনে’ উল্লেখ করার আজব একটা চল শুরু হয়েছে। আজব এ কারণে যে বেশির ভাগ ক্ষেত্রে ওইসব ঘটনার কোনো সুরাহা হয়নি বা গল্পের সঙ্গে বাস্তবের সম্পর্কও ছিল নামমাত্র। সর্বশেষ ঘটনা হলো, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডকে জুড়ে দেয়া ওয়েব ফিল্ম আটকে গেল। আর প্রথমবারের মতো সেন্সরে খড়গে পড়তে যাচ্ছে কোনো ওয়েব কনটেন্ট। অর্থাৎ, নিয়ন্ত্রণের তোপে পড়তে যাচ্ছে এ নিউ মিডিয়া।

গত ১২ ফেব্রুয়ারি ৪০ সেকেন্ডের টিজার প্রকাশের করা হয় রায়হান রাফী পরিচালিত ‘অমীমাংসিত’ ওয়েব ফিল্মটির। যেখানে একটি হত্যাকাণ্ডের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য লিখিত সংলাপ আকারে তুলে ধরা হয়। সেগুলো এরকম- ‘খুনগুলো হয়েছে আনুমানিক রাত দেড়টা থেকে দুইটার মধ্যে। ধারণা করছি, এটা কোনো চুরি ডাকাতি কেস…’; ‘সাংবাদিক, প্রতিবেশী, আত্মীয়স্বজন সবাই ক্রাইম জোনের আলামত নষ্ট করেছে। আমার করার কী ছিল?’; ‘ওদের কেউ মারেনি। ওরা নিজেরাই নিজেদের খুন করেছে’; ‘এটা নিশ্চিত পরকীয়া কেস! নইলে সেদিন…’।

এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় আলোচনা ‘অমীমাংসিত’ আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের দিকে ইঙ্গিত করছে। যদিও এর আগে থেকেই এ বিষয়ে গুজব প্রচলিত ছিল।

যে চাঞ্চল্যকর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে সময় পেছালো শতাধিকবার, সেই আলোকে কোনো সিনেমা তৈরি হলে তার পরিণতি কী হবে; এটুকু আগাম অনুমান করাই যাচ্ছিল। অবশেষে মুক্তির (২৯ ফেব্রুয়ারি) দুদিন আগে, মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অভিনেত্রী তানজিকা আমিনসহ সংশ্লিষ্টরা জানালেন, তাদের সিনেমাটি অনিবার্য কারণবশত যথা তারিখে মুক্তি দিতে পারছেন না! এর জন্য দুঃখ প্রকাশও করেছেন সবার প্রতি।

‘অমীমাংসিত’ সত্য ঘটনার আলোকে নির্মাণ করলেও নির্মাতারা সরাসরি কিছু বলেননি। তবে টিজার ও পোস্টার প্রকাশের আগেই কোনো একটি পক্ষ ছড়িয়ে দেয় যে এক সাংবাদিক দম্পতির খুন হওয়ার গল্প তুলে ধরা হয়েছে।

ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের জন্য নির্মিত এই ছবিতে তানজিকা আমিনের সঙ্গে অন্যতম চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ।

২৯ ফেব্রুয়ারি ছবিটির মুক্তি স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন আই স্ক্রিনের পরিচালক রিয়াজ আহমেদও। যদিও কারণটি জানাননি। কবে নাগাদ মুক্তি পাবে জানতে চাইলে তিনি জানান, এটা এখনই বলতে পারছেন না। তারা একটা মিটিং করবেন, তারপর সিদ্ধান্ত নেবেন।

তবে আইস্ক্রিনের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, মূলত এই কন্টেন্ট ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই এটার সেন্সর করার প্রয়োজন। এমন একটিও চিঠি দেওয়া হয়েছে এই ওটিটি কর্তাদের। এখন আইস্ক্রিন ‘অমীমাংসিত’কে সেন্সর বোর্ডে জমা দেবে। তারপর মুক্তির তারিখ নির্ধারণ হবে।

সব মিলিয়ে অনুমান করা যায়, সহসা আলোচিত ছবি ‘অমীমাংসিত’ মুক্তি পাচ্ছে না। এরসঙ্গে ওটিটিতে সেন্সর জটিলতা যুক্ত হলো।


মন্তব্য করুন