Select Page

দেবকে হারিয়ে দিলেন মিষ্টি জান্নাত

দেবকে হারিয়ে দিলেন মিষ্টি জান্নাত

Misty-top20140908155140

একই দিনে বাংলাদেশে মুক্তি পেয়েছে দুটি সিনেমা। একটি ঢাকার, আরেকটি কলকাতার। একটি সিনেমা গ্রাম-বাংলার প্রচলিত কাহিনী ভিত্তিক, অন্যটি তামিল সিনেমার রিমেক।

প্রথমটির নাম ভূমিকায় ছিলেন নতুন মুখ মিষ্টি জান্নাত, অন্যটিতে দেব। ফলাফলে— ব্যাপক পক্ষ-বিপক্ষ প্রচারণার পরও বাজারে সুবিধা করতে পারেনি দেবের ‘খোকা ৪২০’। অন্যদিকে খুব একটা ভালো ব্যবসা না করলেও বাংলা চলচ্চিত্রের খরার সময়ে এক সিনেমা হলে ৭ সপ্তাহ ধরে চলছে ‘চিনি বিবি’।

২৪ এপ্রিল নজরুল ইসলাম বাবুর ‘চিনি বিবি’ ছবিটি সারা দেশে মুক্তি পায়। তখনই একই সাথে ছবিটি অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি। এক সপ্তাহ করে চললেও শেরপুরের কাকলী সিনেমা হলে ছবিটি টানা ৭ সপ্তাহ ধরে চলছে। মিষ্টি জান্নাত ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন জয় চৌধুরী, অমিত হাসান, আলীরাজ, আনোয়ারা সহ আরো অনেকে।

কাকলী হলের ম্যানেজার হুমায়ুন কবির সংবাদমাধ্যমকে ‘চিনি বিবি’র জনপ্রিয়তা প্রসঙ্গে বলেন, ‘এই ছবির গান দর্শকদের মুগ্ধ করছে। ছবিটির কোরিওগ্রাফিও অসাধারণ হয়েছে। এই ছবির পুরুষদের দর্শকের চেয়ে নারী দর্শকই বেশি বলে তিনি জানান। ছবি ভালো হলে সেটা দীর্ঘদিন চালানো যায়। দেশের অন্যান্য সিনেমা হলেও নিশ্চই এমনটা হবে।’

তিনি আরও বলেন, “অনেক আগে ‘খায়রুন সুন্দরী’ ছবিটি বহু দিন ধরে চালিয়েছিলাম। বলতে পারেন দর্শকদের কারণে বাধ্য হয়ে চালানো হয়েছিল। এখন এই ছবিটির ভবিষ্যতও সে রকমই মনে হচ্ছে আমার কাছে।”

রমজানের আগের দিন পর্যন্ত ‘চিনি বিবি’ চলবে বলেও তিনি জানান।

এ দিকে দেব অভিনীত ‘খোকা ৪২০’ সিনেমায় আমদানিকারক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে সিনেমা আমদানির ক্ষেত্রে নতুন চিন্তা-ভাবনা শুরু হয়েছে।

 


মন্তব্য করুন