Select Page

পর্দায় শেষ চুম্বন ও সত্যিকারের মানুষ

পর্দায় শেষ চুম্বন ও সত্যিকারের মানুষ

শুক্রবার মুক্তি পেল দুই সিনেমা— ‘শেষ চুম্বন’ ও ‘সত্যিকারের মানুষ’। প্রথমটিতে অভিনয় করেছেন টিভি অভিনেত্রী সানজিদা তন্ময়। দ্বিতীয়টিতে আছেন হ্যাপী

‘শেষ চুম্বন’ পরিচালনা করেছেন মুনতাহিদুল লিটন। আরো আছেন নবাগত নায়ক সাগর। নিজের অভিনীত দ্বিতীয় ছবি নিয়ে সানজিদা তন্ময় মানবজমিনকে বলেন, ‘এ ছবিতে আমার চরিত্রের নাম পারমিতা। ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী। কারণ, এ ছবির গল্পে একের পর এক টুইস্ট রয়েছে। অনেকটা থ্রিলার গল্প বলা যেতে পারে। এটা গতানুগতিক কোনো প্রেমের গল্পের ছবি না। ছবিতে অভিনয় করে বেশ এনজয় করেছি। আমার বিশ্বাস, দর্শকও ছবিটি দেখে পছন্দ করবেন।’

এদিকে ২৭টি হলে মুক্তি পেয়েছে ‘সত্যিকারের মানুষ- রিয়েল ম্যান’। পরিচালনা করেছেন বদরুল আমিন। ছবিতে হ্যাপির নায়ক কংকন। আরও রয়েছেন সনিয়া, আলীরাজ, সুচরিতা, রেহেনা জলি, অমিত হাসান, ইলিয়াস কোবরাসহ অনেকে।

ছবির নির্মাতা বদরুল আমিন বলেন, “হুট করে ‘সত্যিকারের মানুষ’ ছবিটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক। তাই খুব বেশি প্রচারে যেতে পারিনি। তারপরও রোমান্টিক-অ্যাকশন গল্পের এই ছবিটি সকলের কাছে ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি।”

 


মন্তব্য করুন