Select Page

পর পর দুই সন্ধ্যায় টিভিতে ‘দেবী’

পর পর দুই সন্ধ্যায় টিভিতে ‘দেবী’

# ১০০ দিন পূর্ণ করে বড়পর্দায় এখনো চলছে ‘দেবী
# এবার আসছে টিভিতে। পর পর দুই সন্ধ্যায় প্রদর্শিত হবে সিনেমাটি

টিভিতে আসছে ‘দেবী’। তাও পর পর দুই সন্ধ্যায়। অনম বিশ্বাস পরিচালিত এবং সরকারি অনুদান ও জয়া আহসানের প্রযোজনায় নির্মিত আলোচিত এ ছবিটি পহেলা ফাল্গুন (১৩ ফেব্রুয়ারি) ও বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রদর্শিত হবে মাছরাঙা টেলিভিশনে।

অনম বিশ্বাস পরিচালিত গত বছরের সবচেয়ে ব্যবসাসফল চলচ্চিত্র ‘দেবী’ এখনও সমানতালে চলছে দেশ-বিদেশের প্রেক্ষাগৃহে। ২৭ জানুয়ারি ছবিটির ১০০তম দিন পূর্ণ হলো। একই দিন স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভারের নতুন শাখার অন্যতম উদ্বোধনী চলচ্চিত্র হিসেবেও ছিল ‘দেবী’।

প্রিমিয়ার প্রসঙ্গে ছবির প্রযোজক ও অভিনেত্রী জয়া আহসান বলেন, ‘‘শুরু থেকে এই চলচ্চিত্রের সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশন। সে কারণে পর পর দুইদিন ছোট পর্দার দর্শকদের জন্য ঘরে বসে ‘দেবী’ দেখার ব্যবস্থা করে দিয়েছে চ্যানেলটি। যেসব দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে ‘দেবী’ দেখার সময় করে উঠতে পারেননি এখনও কিংবা যেসব মুগ্ধ দর্শক আমাদের কাছে বারবার জানতে চেয়েছেন চলচ্চিত্রের মিসির আলি, রানু, নীলু, আনিস, আহমেদ সাবেতদের কবে ঘরে বসে দেখা যাবে- তাদের জন্য আমাদের এই আয়োজন। সঙ্গে সারা দুনিয়ায় ছড়িয়ে থাকা বাংলাভাষী মানুষরা তো দেখবেনই। কারণ, সবখানে তো ছবিটি পৌঁছাতে পারিনি এখনও। সব মিলিয়ে এই বিশ্ব প্রিমিয়ারটাও আমাদের জন্য দারুণ একটা ব্যাপার।’’

‘দেবী’ খুব শিগগিরই অনলাইন প্ল্যাটফর্মেও মুক্তি পাবে। এমনটাই জানান ছবিটির নির্মাণ প্রতিষ্ঠান সি-তে সিনেমার প্রধান জয়া আহসান।

২০১৮ সালের ১৯ অক্টোবর মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটিতে হুমায়ূন আহমেদের বিখ্যাত চরিত্র ‘মিসির আলী’ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। তিনি ছাড়াও অভিনয় করেছেন জয়া আহসান, শবনম ফারিয়া, ইরেশ যাকের, অনিমেষ আইচ প্রমূখ।


মন্তব্য করুন