Select Page

পশ্চিমবঙ্গে ‘আশিকী’, ঘুম নেই ফারিয়ার

পশ্চিমবঙ্গে ‘আশিকী’, ঘুম নেই ফারিয়ার

ashiqi indian poster

রোজার ঈদে যৌথ প্রযোজনার ‘অগ্নি ২’ মুক্তি পেয়েছিল বাংলাদেশে। দুই সপ্তাহ পর মুক্তি পায় ভারতের পশ্চিমবঙ্গে। এবার আগে পশ্চিমবঙ্গে মুক্তি পেল ‘আশিকী’। এর এক সপ্তাহ পর ২৫ সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি পাবে সিনেমাটি।

‘আশিকী’তে অভিনয় করেছেন নুসরাত ফারিয়াঅঙ্কুশ হাজরা।বিদেশে চিত্রায়িত সিনেমাটি ইতোমধ্যে নানা কারণে বিতর্কিত হয়েছে। এর মধ্যে সম্প্রতি যোগ হয়েছে নায়িকার সাক্ষাৎকার বিতর্ক। তিনি অবশ্য জানিয়েছেন বক্তব্যের ভুল উপস্থাপন করা হয়েছে। তবে নেগেটিভ প্রচারণা হিসেবে নুসরাত ফারিয়া এখন ভাইরাল।

ফারিয়া সিনেমাটির প্রিমিয়ারে অংশ নিতে বর্তমানে কলকাতায় রয়েছেন। বৃহস্পতিবার রাতে সিনেমাটির প্রিমিয়ার হয়। সেখানকার ৯৪টি হলে শুক্রবার মুক্তি পাচ্ছে ‘আশিকী’। এ প্রসঙ্গে ফারিয়া প্রথম আলোকে বলেন, ‘মুক্তির আর কয়েক ঘণ্টা বাকি। এরপর দর্শকেরা আমাকে কীভাবে নেবেন, সেই চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। রাতে আমার ঘুম আসে না। আমাকে নিয়ে সবার যে প্রত্যাশা দেখছি, তা কতটুকু পূরণ করতে পারব—এসব নিয়ে খুব চিন্তা হচ্ছে।’

11951200_828600693920187_6861899008452282409_n

এ দিকে বাংলাদেশে ১২০টির মতো হলে মুক্তি পাবে। চলতি সপ্তাহেই সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে।

এখন দেখা যাক কলকাতায় সিনেমাটি কেমন ব্যবসা করে। এটাও বাংলাদেশের দর্শকদের আগ্রহের বিষয়। তা বাংলাদেশের বক্স অফিসেও প্রভাব ফেলতে পারে।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares