Select Page

পশ্চিমবঙ্গে কেমন যাচ্ছে ‘নিয়তি’?

পশ্চিমবঙ্গে কেমন যাচ্ছে ‘নিয়তি’?

nioty

যৌথ প্রযোজনার হলেও বাংলাদেশের আগে ভারতে মুক্তি পেয়েছে জাকির হোসেন রাজু পরিচালিত ‘নিয়তি’। সেখানে কেমন করছে আরিফিন শুভজলি অভিনীত সিনেমাটি?

শুক্রবার রাতে জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল পাতায় এ নিয়ে একটি পোস্ট দেওয়া হয়েছে। তাতে লেখা হয়—

‘শোকর আলাহামদুরিল্লাহ। আল্লাহ্‌র দরবারে হাজার শোকর। “নিয়তি” ইন্ডিয়াতে খুব ভালো ওপেনিং হয়েছে। সেল ভালো আর সিনেমার রিপোর্ট খুব খুব ভালো। আশা করছি কাল ও পরশু খুব ভালো সেল হবে, কারণ ইন্ডিয়াতে শনিবার ও রবিবার ভালো সেল হয়।

খুব টেন্সে ছিলাম। কারণ নিয়তির পরিচালক, নায়ক, নায়িকা, ক্যমেরাম্যন সব বাংলাদেশ থেকে, ১০০% শুটিং বাংলাদেশে হয়েছে (গান ছাড়া)। যদি সেল খারাপ হতো, আমাদের জন্য লজ্জাজনক হতো, ইন্ডিয়ানদের সামনে। যাক, আল্লাহ সন্মান রেখেছে।

আর এই সিনেমাটা ইন্ডিয়াতে ভালো ব্যবসা করলে, আমরা এই রকম সিনেমা আরও বানাতে পারবো।’

এসকে মুভিজের সঙ্গে যৌথভাবে নির্মিত ছবিটির বাংলাদেশের মুক্তির তারিখ ঘোষিত হয়নি।


মন্তব্য করুন