Select Page

পশ্চিমবঙ্গে মুখোমুখি শাকিব-জয়া

পশ্চিমবঙ্গে মুখোমুখি শাকিব-জয়া

Shakib-Joya

এবারের বৈশাখে পরস্পরের বিপরীতে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু’ নিয়ে পর্দায় হাজির হয়েছিলেন শাকিব খানজয়া আহসান। তার কয়েক মাস পর দেশের বাইরে আলাদা আলাদা সিনেমা নিয়ে মুখোমুখি হচ্ছেন জনপ্রিয় এ তারকারা।

১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। এ সময়ে জমজমাট হয় দেশটির সিনেমা বাজার। মুক্তি পায় বড় বাজেটের সিনেমা। সে সময়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘শিকারি’ ও ‘ঈগলের চোখ’। এর প্রথমটির নায়ক শাকিব, দ্বিতীয়টির নায়িকা জয়া।  ১২ আগস্ট মুক্তি পাবে সিনেমা দুটি।

এছাড়া একই সময়ে মুক্তি পাবে বলিউডের হৃতিক রোশন ‘মহেঞ্জোদারো’ ও অক্ষয় কুমারের ‘রুস্তম’।

যতদূর জানা যায়, ‘মহেঞ্জোদারো’ ছবির জন্য বুকিং দেওয়া হয়েছে ১৫০টি সিনেমা হল। দ্বিতীয় অবস্থানে রয়েছে শাকিব খানের ‘শিকারি’, এ ছবির জন্য বুকিং দিয়েছে ১৩০টি হল, ‘ঈগলের চোখ’ ১০০টি হলে মুক্তি দেওয়ার জন্য প্রস্তুতি চলছে। অন্যদিকে ‘রুস্তম’ মুক্তি পাবে ৭০টি হলে।

সূত্র : প্রথম আলো, এনটিভিবিডি

 


মন্তব্য করুন