Select Page

পাঁচ নায়িকার সঙ্গে তুষার আবদুল্লাহ

পাঁচ নায়িকার সঙ্গে তুষার আবদুল্লাহ

5konnar-songlap-bg-62185664-25110

মৌসুমী, জয়া আহসান, সিমলা, বিদ্যা সিনহা মিমমাহিয়া মাহি– রূপালি পর্দার এই পাঁচকন্যাকে নিয়ে সাজানো হলো একটি অনুষ্ঠান। নাম ‘পাঁচকন্যার সংলাপ’। এখানে তারা নিজেদের ছবি আর ব্যক্তিজীবন নিয়ে বলেছেন।

ঈদ উপলক্ষে সংবাদ ভিত্তিক চ্যানেল সময় টেলিভিশন ঘুরেছে পাঁচ অভিনেত্রীর সঙ্গে। এই আয়োজন সঞ্চালনা করেছেন তুষার আবদুল্লাহ। তিনি জানান, ‘প্রতি ঈদেই ভিন্ন ভাবনা থেকে ঈদ অনুষ্ঠান তৈরির চেষ্টা করে আসছি আমরা। তারই ধারাবাহিকতায় এবার থাকছে পাঁচকন্যার সংলাপ।’

পাঁচজনকে নিয়ে তৈরি হয়েছে পাঁচটি পর্ব। প্রতিটি পর্বের চিত্রায়ন হয়েছে স্টুডিওর বাইরে। জানা গেছে, ঈদের দিন মৌসুমী, পরদিন মাহি, তৃতীয় দিন জয়া, চতুর্থ দিন মিম এবং ঈদের পঞ্চম দিন থাকবেন সিমলা। ‘পাঁচকন্যার সংলাপ’ প্রযোজনা করেছেন সরকার মিল্টন।

সূত্র : বাংলানিউজ।


মন্তব্য করুন