Select Page

পাণ্ডুলিপি নিয়ে মৌসুমী ব্যস্ত

পাণ্ডুলিপি নিয়ে মৌসুমী ব্যস্ত
pic-01_21940এক মাস ধরে  ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন না মৌসুমী। কোনো নতুন কাজেও চুক্তিবদ্ধ হননি। এই সময়ের পুরোটাই তিনি পাণ্ডুলিপির কাজে ব্যস্ত থেকেছেন। শিগগিরই শুরু করতে যাচ্ছেন নিজের পরিচালনায় নতুন ছবি।
ইমপ্রেসের শততম ছবি হওয়ায় বেশ চাপের মধ্যে আছে তিনি।
মৌসুমী বলেন, ‘কাজটি খুব গুরুত্বের সঙ্গে করছি। ফলে অন্যদিকে মনোনিবেশ করতে পারছি না। এর মধ্যে কয়েকটি বিজ্ঞাপন, নাটক ও চলচ্চিত্রে কাজ করার প্রস্তাব এসেছিল কিন্তু সবই ফিরিয়ে দিতে হয়েছে। আমি বরাবরই প্রি-প্রডাকশনে সময়টা বেশি দিই। তার ওপর এই ছবিটি ইমপ্রেসের মাইলফলক ছবি। শততম ছবির পরিচালক হিসেবে তারা আমাকে বেছে নিয়েছে। ফলে নামের সুবিচারটাও করতে হবে।’
ছবির নাম, কলাকুশলী এখনো ঠিক করা হয়নি বলে জানান মৌসুমী। পাণ্ডুলিপি চূড়ান্ত করার পরই এগুলোর ঘোষণা দেওয়া হবে বলে জানান তিনি।


মন্তব্য করুন