Select Page

পারিবারিক কারণে বিয়ে করছেন না পপি

পারিবারিক কারণে বিয়ে করছেন না পপি

2973পত্র পত্রিকায় চিত্রনায়িকা পপির গোপন বিয়ে এবং প্রেমের খবর প্রকাশিত হয়েছে অনেকবার। গত কয়েক বছরে কখনো চিত্র প্রযোজক, কখনো বা প্রবাসী ব্যবসায়ী, কিংবা চিকিৎসক এবং সম্প্রতি এক প্রকৌশলীকে ঘিরে আমার প্রেম-বিয়ের কানাঘুষা বেশ জোরেশোরেই চলছে। সাম্প্রতিক সময়ের খবর হল,  ‘এক প্রকৌশলীকে পারিবারিক সম্মতিতে এ বছরের শেষ নাগাদ বিয়ে করছি। বর্তমানে চুটিয়ে প্রেম করছি আমরা।’ কিন্তু পপি বললেন ভিন্ন কথা।

‘ভাইবোনদের মধ্যে আমি সবার বড়। আমার পরিবারে আমি ছাড়া অর্থ উপার্জনের আর কেউ নেই। আমি যদি বিয়ে করি তাহলে আমার মা ও ছোট পাঁচ ভাইবোন চলবে কীভাবে, তাদের দেখবে কে?’ এমনটি জানিয়েছেন বাংলাদেশ প্রতিদিন-কে।

পপির কাছে প্রশ্ন ছিল-আপনার প্রায় সমসাময়িক সবাই অর্থাৎ মৌসুমী, শাবনূর, পূর্ণিমা এবং এখনকারও অনেকে বিয়ের কবুল পড়েছেন। কিন্তু এক্ষেত্রে আপনি তো পিছিয়ে গেলেন। এর জবাব হলো- বিয়ে করেনি এমন তো অনেকে আছে। যেমন বলিউডের সালমান খান। তা ছাড়া কেউ খুন করলে আমাকেও কি তাই করতে হবে?

তার এই উত্তরে পাল্টা প্রশ্ন ছিল বিয়ে তো খুনের মতো কোনো নেগেটিভ ব্যাপার নয়, তাহলে বিষয়টিকে এভাবে দেখছেন কেন?

পপির কথায়- আরে ভাই, আসল কথাটা বুঝতে চেষ্টা করেন। অন্যরা অঢেল অর্থ-সম্পদ গড়ে নিয়েছে, আর্থিকভাবে প্রতিষ্ঠা পেয়েছে। যে কোনো কারণেই হোক আমি তা পারিনি। তাই এখন আমি বিয়ে করে ফেললে আমার স্বামী কি আমার পরিবারকে চালাবে! ছোটখাটো ফ্যামিলি হলেও চলত। এত বড় পরিবারকে চালানোর ভয়ে সে তো দুই দিনেই পালিয়ে যাবে। তখন তো জল আরও ঘোলা হবে। সবাই মজা করে কত কী বলবে আর লিখবে। আর আমার কী হবে। তাই এ অবস্থায় এখন সেই পুরনো প্রবাদটি বলতে ইচ্ছা করছে ‘যার বিয়ে তার খবর নেই, পাড়া-পড়শীর চোখে ঘুম নেই!’


মন্তব্য করুন