Select Page

পিছিয়ে গেল ‘এক পৃথিবী প্রেম’

পিছিয়ে গেল ‘এক পৃথিবী প্রেম’

ek-prithibi-prem-asif-nur-airin

বন্যার কারণে পিছিয়ে গেল এস এ হক অলিক পরিচালিত ‘এক পৃথিবী প্রেম’। ১২ আগস্ট আসিফ নূরআইরিন অভিনীত সিনেমাটির মুক্তির কথা ছিল।

ঈদুল আজহার পর ছবিটি মুক্তির দেওয়ার কথা চিন্তা করছেন নির্মাতা অলিক।

বৃদ্ধাশ্রমে বসবাসকারী প্রবীণদের জীবনযাপন এবং তাঁদের অনুভূতি এ ছবির গল্পের প্রেক্ষাপট। পাশাপাশি থাকছে নতুন প্রজন্মের প্রেম।

‘এক পৃথিবী প্রেম’ মুক্তি না পেলেও ১২ আগস্ট মুক্তি পাচ্ছে ‘নিয়তি’। পাশাপাশি মুক্তি পেতে পারে ভারতীয় সিনেমা ‘প্রাক্তন’।


মন্তব্য করুন