Select Page

পুরো পোস্টার জুড়ে নিরব

পুরো পোস্টার জুড়ে নিরব

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে নতুন সিনেমা ‘আব্বাস’-এর পোস্টার। আর পোস্টারের পুরোটা জুড়ে রয়েছেন কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা নিরব। তিনি পুরান ঢাকার একটি আলো-আধারি গলিতে দাঁড়িয়ে আছেন।

মুখ ভর্তি দাঁড়ি, বাঁকানো গোঁফ, গলায় চেইন, পরনে ছাপার শার্ট আর আগ্রাসী চাহনিতে নিরব ডনরূপে ধরা দিয়েছেন। বোঝা যাচ্ছে, খানিকটা নেতিবাচক দিক আগে এই চরিত্রে।

সাইফ চন্দন পচিালিত ছবিটি মূলত থ্রিলার ও রোমান্টিক ঘরানার। এতে নিরবের বিপরীতে অভিনয় করেছেন সোহানা সাবা। প্রথমবারের মতো তারা একসঙ্গে কোনো ছবিতে অভিনয় করছেন।

অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সূচনা আজাদ, জয়রাজ, ডন হক, শিবা সানু, এইচ কে স্বাধীনসহ আরও অনেকে।

আব্বাস নামের এলাকার এক ডনের জীবন নিয়ে ছবির কাহিনী গড়ে ওঠে। ঘটনা প্রবাহে আব্বাসের জীবনে এসে হাজির হন সোহান সাবা। যাকে ছাড়া আব্বাস তার জীবন কল্পনা করতে পারে না। মূলত, প্রেম-ভালোবাসা, রাজনীতি, সমাজের অবক্ষয় নিয়ে ছবির গল্প।

রোববার ছবিটি  সেন্সর ছাড়পত্র পায়। পোস্টার বলছে ৫ জুলাই ছবিটি মুক্তি পাবে।


মন্তব্য করুন