Select Page

পুলসিরাত/ ভিকি জাহেদের পরিচালনায় বড়পর্দায় নিশো-মেহজাবীন

পুলসিরাত/ ভিকি জাহেদের পরিচালনায় বড়পর্দায় নিশো-মেহজাবীন

আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী জুটিকে নিয়ে চিরকাল আজ, পুনর্জন্ম, রেডরামসহ বেশ কয়েকটি নাটক ও ওয়েব ফিল্ম নির্মাণ করেছেন ভিকি জাহেদ। মাঝে খবর ছড়ায় তারা একসঙ্গে হাজির হচ্ছেন বড়পর্দায়। এবার সেই খবরের সত্যতা আরেক দফা মিলল।

প্রথম আলোর প্রতিবেদন অনুসারে, ‘পুলসিরাত’ নামে একটি রোমান্টিক থ্রিলার নির্মাণ করছেন নির্মাতা ভিকি জাহেদ। সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড।

প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সেরেছেন নির্মাতা। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমার নাম নিবন্ধনও করা হয়েছে।

পরিচালনার পাশাপাশি সিনেমাটির চিত্রনাট্যও লিখছেন ভিকি জাহেদ; ইতিমধ্যে চিত্রনাট্যের প্রথম খসড়া লেখা হয়েছে।

এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল জানান, সিনেমার মূল দুই চরিত্রে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে ভাবছেন তাঁরা। দুজনের সঙ্গে কথাও বলছেন। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

ছোটপর্দা ও ওটিটি ছাড়িয়ে একই মধ্যে বড়পর্দায় বেশ নামডাক হয়েছে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীর। অন্যান্য মাধ্যমে জুটি হিসেবে তার জনপ্রিয় হলেো ‘পুলসিরাত’-এর মাধ্যমে প্রথম দেখা যাবে বড়পর্দায়।

এর আগে সাবা, প্রিয় মালতী সিনেমায় অভিনয় করেছেন মেহজাবীন। নিশোর ঝুলিতে হয়েছে সুড়ঙ্গ ও দাগির মতো সফল সিনেমা।

অন্যদিকে ভিকি আনুষ্ঠানিকভাবে বড়পর্দার জন্য পরিচালনা না করলেও কয়েক বছর আগে তার নির্মিত ‘কার্নিশ’ নামের ওয়েব ফিল্ম সেন্সর করিয়ে রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে প্রদর্শন করে ইমপ্রেস টেলিফিল্ম। তবে বিষয়টি নিয়ে তিনি কখনো মন্তব্যও করেননি। সে হিসেবে ‘পুলসিরাত’ হতে যাচ্ছে বড়পর্দার জন্য তার দ্বিতীয় কাজ।


Leave a reply