Select Page

পুলিশ কর্মকর্তা চরিত্রে বাঁধন, নতুন সিনেমা ‘এশা মার্ডার’

পুলিশ কর্মকর্তা চরিত্রে বাঁধন, নতুন সিনেমা ‘এশা মার্ডার’

পুলিশ কর্মকর্তা ও ‘মিশন এক্সট্রিম’, ‘ব্ল্যাক ওয়ার’ খ্যাত নির্মাতা সানী সানোয়ার নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন। ‘এশা মার্ডার: কর্মফল’ শিরোনামের এ সিনেমায় আছেন ‘রেহানা মরিয়ম নূর’ আজমেরী হক বাঁধন

একটি চাঞ্চল্যকর খুনের ঘটনা নিয়ে নির্মিত হচ্ছে ‘এশা মার্ডার: কর্মফল’। এতে একজন তদন্ত কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন আজমেরী হক বাঁধন। যা আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে।

গতকাল মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে সিনেমাটির লোগো উন্মোচন ও কলাকুশলীদের পরিচিতি অনুষ্ঠানে নির্মাতা সানী সানোয়ার এসব তথ্য জানান।

নির্মাতা সানী সানোয়ার জানান, ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত দীর্ঘ ৫ বছর সময় নিয়েছি চিত্রনাট্য প্রস্তুত করতে। স্ট্রিমিং প্লাটফর্ম বিঞ্জকে পাশে পেয়ে সিনেমাটি নির্মাণের পথ প্রশস্ত হয়েছে। আগামী এক মাসের মধ্যে চিত্রধারণের কাজ শুরু হবে।

অন্যদিকে বাঁধন বলেন, ‘গল্পটি নারীশক্তির কথা বলবে। রয়েছে থ্রিলারের জমজমাট আয়োজন। আশা করি দর্শকরা হতাশ হবেন না।’

কপ ক্রিয়েশনসের আগের দুই সিনেমায় পুরুষ কর্মকর্তাদের অভিযান দেখা গেলেও এবার আসছে নারী পুলিশের গল্প।

সিনেমাটির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন পূজা ক্রুজ। অভিনয় করছেন মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ, এজাজ আহমেদ, মাজনুন মিজান, আনিসুল হক বরুণ, সুষমা সরকার ও দীপু ইমাম।


মন্তব্য করুন