Select Page

পূজার বিপরীতে রোশান নন, ইয়াশ রোহান

পূজার বিপরীতে রোশান নন, ইয়াশ রোহান

# এবারও পূজার সঙ্গে জুটি বাঁধা হচ্ছে না রোশানের
# ‘জ্বিন’ সিনেমায় তার বিপরীতে আছেন ইয়াশ রোহান
# রোশানের বিপরীতে অভিনয় করছেন পিয়া বিপাশা

কয়েক দিন আগে জাজ মাল্টিমিডিয়ার একটি পোস্টার প্রকাশের সূত্রে জানা যায়, হরর ঘরানার ‘জ্বিন’ সিনেমায় জুটি বাঁধতে চলেছেন রোশান-পূজা। এবার মিলল নতুন তথ্য।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ ফেসবুক লাইভে এসে জানান, ‘জ্বিন’ এ রোশান-পূজা থাকলেও ‘পোড়ামন ২’ নায়িকার বিপরীতে থাকছেন ‘স্বপ্নজাল’-খ্যাত নায়ক ইয়াশ রোহান।

আরও জানা যায়, রোশানের নায়িকা হিসাবে থাকছেন পিয়া বিপাশা। আব্দুল আজিজ জানান, ‘জ্বিন’ তৈরি হচ্ছে দুই নায়ক আর দুই নায়িকার গল্প নিয়ে।

এর আগে ‘পোড়ামন ২’ সিনেমায় অভিনয় করার কথা ছিল পূজা-রোশানের। রায়হান রাফির একটি ছবিতে তাদের পর্দা ভাগাভাগির কথা রয়েছে।

এদিকে নতুন সিনেমায় চুক্তিবদ্ধের খবর জানতে আজকের পত্রিকা যোগাযোগ করে ইয়াশ রোহানের সাথে। তবে এ অভিনেতা বলেন, এখনো এই সিনেমায় চুক্তিবদ্ধ হননি।

ইয়াশ রোহান বলেন,’আজ আমার চুক্তিবদ্ধ হওয়ার কথা ছিলো, কিন্তু আমার শুটিং থাকায় আমি সেখানে যেতে পারিনি। যেহেতু আমি সিনেমাটিতে এখনো চুক্তিবদ্ধ হয়নি তাই এখনোই এই ব্যাপারটি নিশ্চিত করতে পারছি না। তবে জাজের সাথে আমার মৌখিক সব কথা ফাইনাল। শুধু অফিসিয়াল চুক্তিটাই বাকি। চুক্তির পর এই সিনেমা নিয়ে বিস্তারিত কথা বলবো।’

নবাগত এ নায়ক সর্বশেষ অভিনয় করেছেন ‘ইতি তোমারই ঢাকা’ সিনেমায়। এছাড়া অরুণ চৌধুরীর দ্বিতীয় সিনেমায় অভিনয়ের খবর শোনা যায় মাঝে।


মন্তব্য করুন