Select Page

পোস্টারেই বিতর্কিত ‘নূর জাহান’

পোস্টারেই বিতর্কিত ‘নূর জাহান’

শুক্রবার প্রকাশ হয় জাজ মাল্টিমিডিয়ার পরের ছবি ‘নূর জাহান’-এর ফার্স্টলুক পোস্টার। তাতেই জমে ওঠেছে যৌথ প্রযোজনা নিয়ে পুরনো বিতর্ক। আগের মতোই ভারতীয় ও বাংলাদেশি পোস্টারে তফাৎ পাওয়া গেছে। বাংলাদেশি পোস্টারে ঘটা করে যৌথ প্রযোজনার উল্লেখ থাকলেও নেই ভারতীয়টিতে।

ঢাকার জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে ‘নূর জাহান’ প্রযোজনা করছে কলকাতার পরিচালক রাজ চক্রবর্তীর প্রতিষ্ঠান রাজ চক্রবর্তী প্রোডাকশন। সাথে আছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। পরিচালনা করছেন রাজের সহকারী ও চিত্রনাট্যকার অভিমন্যু মুখোপাধ্যায়। কলকাতা থেকে শেয়ার করা পোস্টারে না থাকলেও বরাবরের মতো জাজের পোস্টারে দেখা যাচ্ছে আব্দুল আজিজের নাম। এছাড়া জাজের নাম বা লোগো নেই কলকাতার পোস্টারে। যা দেখে মনে হবে সিনেমাটি পুরোপুরি ভারতীয় প্রযোজনায় নির্মিত।

মারাঠি সিনেমা ‘সাইরত’-এর রিমেক ‘নূর জাহান’। সিনেমাটিতে নূর ও জাহান নামের দুই তরুণ-তরুণীর চরিত্রে দেখা যাবে আদ্রিত ও পূজা চেরিকে।

১৫ জুন কলকাতায় ‘নূর জাহান’-এর শুটিং শুরু হয়। কয়েক লটে এর দৃশ্যায়ন হয়। কিছু অংশের চিত্রায়ন হবে বাংলাদেশে।

কলকাতার পোস্টারে জানা যায় ‘নূর জাহান’ মুক্তি পাবে ঈদুল আজহায়। তবে বাংলাদেশের পোস্টারে তেমন কিছু উল্লেখ নেই।


মন্তব্য করুন