পোস্টারে ছুঁয়েছে ‘পরান’, মুক্তি ভালোবাসা দিবসে
বিদ্যা সিনহা মিম, ইয়াশ রোহান ও শরীফুল রাজ।এর মধ্যে প্রথমজন পরীক্ষিত, কাজ করেছেন কলকাতায়ও। বাকিদের নিয়ে দর্শক আশাবাদী। সঙ্গে যদি পরিচালক হিসেবে জুটে যায় রায়হান রাফী– তবে তো সোনায় সোহাগা!
বৃহস্পতিবার তরুণ নির্মাতার তৃতীয় ছবির পোস্টার প্রকাশ হতেই সেই আশার কথা ফেসবুকে শোনালেন অনেকে। রাফীকে দর্শক-ভক্তদের পাশাপাশি শোবিজের অনেকেই পোস্টার শেয়ার করে শুভেচ্ছা জানান।
অনেকটা ডার্ক থিমের ওপর মিম, ইয়াশ ও রাজকে দেখা যায় এই ফার্স্টলুকে। কী যেন একটা যন্ত্রণার ছাপ সবার চেহারায়। বিচিত্র তাদের অভিব্যক্তি। যদিও শেষবেলার একটুখানি রোদ তাদের ছুঁয়ে গেছে।
ময়মনসিংহে টানা ৩১ দিন শুটিং করে মাসখানেক আগে রাফী ক্যামেরা ক্লোজ করেন। এরপর বসে যান বর্তমানে সম্পাদনার টেবিলে। ওই সময় বলেন, ‘আমার সেরা মুভি হবে ইনশাল্লাহ!’
‘পরান’ দিয়ে আবারও রোমান্টিক ধারায় ফিরছেন রাফী। বলেন, “পোড়ামন ২’ এর পর আবার একটি রোমান্টিক ছবি বানাচ্ছি। আবারও দর্শক নতুন কিছু পাবে ইনশাল্লাহ।”
ছবির মুক্তির জন্য রাফী বেছে নিয়েছেন বিশ্ব ভালোবাসা দিবস। ২০২০ সালের এই দিনকে উপলক্ষ্য করে মুক্তি পাবে ‘পরান’। অর্থাৎ, সোয়া একবছর পর পর্দায় ফিরবেন তিনি।
সিনেমাটি প্রযোজনা করছেন তামজিদ অতুল ও ইয়াসির আরাফাত।
এদিকে ‘স্বপ্নবাজী’ ও নাম ঠিক না হওয়া একটি ছবির ঘোষণা দিয়েছেন রাফী। জনপ্রিয় তারকাদের নিয়ে ছবি দুটির কাজ পরপর শুরু হবে।