Select Page

পোস্টারে ‘ফ্যামিলি ফার্স্ট’, টিজারে ধামাকা অ্যাকশন

পোস্টারে ‘ফ্যামিলি ফার্স্ট’, টিজারে ধামাকা অ্যাকশন

ঈদুল আজহায় মুক্তি পাবে জাজ মাল্টিমিডিয়ার ‘বেপরোয়া’। যার টিজার প্রকাশ হয়েছে বুধবার সন্ধ্যায়। এর আগে পোস্টারে ‘ফ্যামিলি ফার্স্ট’ বলা হলেও টিজারে শুধুই অ্যাকশন-কমেডি পাওয়া গেল, মিলল না পরিবার।

মারকুটে মেজাজে দেড় মিনিটের টিজার মাতিয়েছেন নায়ক। পাওয়া গেল পুলিশি পোশাকে। কয়েক সেকেন্ডের জন্য নায়িকা ববিকে দেখা গেলেও পুরো মনোযোগ থাকে রোশানের দিকে।

‘বেপরোয়া’ পরিচালনা করেছেন কলকাতার রাজা চন্দ। গেল বছর বেশিরভাগ শুটিং হয়েছিল ভারতের রামুজি ফিল্ম সিটিতে। বর্তমানে কক্সবাজারে চলছে গানের দৃশ্যায়ন।

https://www.youtube.com/watch?v=faZW2adXcvI&app=desktop


মন্তব্য করুন