Select Page

‘পোড়ামন ২’ এর গানে খুলছে বন্ধ সিনেমা হল

‘পোড়ামন ২’ এর গানে খুলছে বন্ধ সিনেমা হল


সিনে ইন্ডাস্ট্রির মন্দার কারণে সারাদেশে বন্ধ হয়েছে একের পর এক হল। তেমন হয়েছিল মেহেরপুরেও। এতদিন চালের গুদাম হিসেবে ব্যবহার হত হলটি।

এক যুগ আগে বন্ধ হয়ে যাওয়া মেহেরপুরের সেই হলটি এখন নতুন করে চালু হতে যাচ্ছে। আর এটি হতে যাচ্ছে ‘পোড়ামন ২’ সিনেমার শুটিংয়ের পরপরই।

গেল বছরের শেষের দিকে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘পোড়ামন ২’ সিনেমার শুটিংয়ের বেশির ভাগ অংশ মেহেরপুরে দৃশ্যায়ন করা হয়। এ ছবির ‘নাম্বার ওয়ান হিরো’ গানটি প্রয়াত নায়ক সালমান শাহকে উৎসর্গ করা হয়। আর এ গানের শুটিংটি হয় মেহেরপুর সিনেমা হলের সামনে।

শুটিংয়ের জন্য হলটিকে ঘষেমেজে পরিস্কার করা হয়। সাজানো হয় বাহারি রঙে। চকচকে ঝকঝকে হলটিকে তখন নতুনের মতোই লাগছিল। এরপরই হলটি চালু করার ভাবনা আসে এবং সেটি চালু করার ব্যবস্থা নেয়া হয়। এই হলটি চালু ও পরিচালনার দায়িত্ব নিয়েছে জাজ মাল্টিমিডিয়া। সম্প্রতি ‘পোড়ামন ২’ ছবির প্রচারে ফেসবুক লাইভে এসে এই কথাই জানালেন চিত্রনায়ক সিয়াম।

তিনি বলেন, ‘মেহেরপুর জেলার ইতিহাসে এই প্রথম সেখানে কোনো শুটিং হয়েছে। প্রায় ১০-১২ কি.মি. দূর থেকে মানুষ দলে দলে এসেছেন শুটিং দেখতে। তাদের ঠেকিয়ে শুটিং করতে বেশ হিমশিম খেতে হয়েছে আমাদের।’

‘পোড়ামন ২’ ছবির পরিচালক রায়হান রাফি বলেন, ‘সিনেমা হলটি চালের গুদাম হিসেবে ব্যবহার হতো গেল এক যুগ ধরে। আমাদের গানের শুটিংয়ের পর হলটি পুনরায় চালু করা হচ্ছে। রঙ করে হলের পুরো পরিবেশটাই পাল্টে ফেলেছিলাম আমরা। এই হল চালু হওয়ার ব্যাপারটিকে আমাদের সার্থকতা হিসেবে দেখছি।’
হলটি চালু হলে আসছে রোজা ঈদ থেকেই সেখানে সিনেমা মুক্তি পাবে ‘পোড়ামন-২’।

জাগো নিউজ অবলম্বনে।


মন্তব্য করুন