Select Page

‘পোড়ামন ২’ : ট্র্যাজেডির মাঝেও স্বপ্ন দেখছে দর্শক! (টিজার)

‘পোড়ামন ২’ : ট্র্যাজেডির মাঝেও স্বপ্ন দেখছে দর্শক! (টিজার)

আগের বছরের তুলনায় কমে গেছে সিনেমা মুক্তি। আবার একের পর এক বড় তারকার সিনেমা মুখ থুবড়ে পড়ায় ইন্ডাস্ট্রিতে যাচ্ছে খরা। সেই সময় ‘পোড়ামন ২’ আবারো দেশি সিনেমা নিয়ে স্বপ্ন দেখালো।

একটু উচ্চকিত হলেও শনিবার রাতে প্রকাশ হওয়া টিজার বেশির ভাগ দর্শকই পছন্দ করেছেন।

এটি রায়হান রাফির প্রথম সিনেমা। প্রথম সিনেমা তুমুল জনপ্রিয় টিভি তারকা সিয়াম আহমেদেরও। আর সাথে আছেন আশা জাগানিয়া পূজা। সব মিলিয়ে ‘পোড়ামন ২’ নিয়ে আলোচনা জোরদার হয়েছে দিন দিন। টিজারও যেন প্রত্যাশার কাছাকাছি ছিল।

সম্পূর্ণ নতুন গল্প হলেও ‘পোড়ামন ২’ মূলত ২০১৩ সালের হিট সিনেমার সিক্যুয়াল। প্রথম কিস্তির মতো মূল পাত্র-পাত্রীর নাম সুজন ও পরী। গল্পও ট্র্যাজেডির।

তাদের প্রেম অপাপবিদ্ধ। কিন্তু সামাজিক বিভাজন, শ্রেণী বৈষম্য নিয়ে আসে ট্র্যাজেডি। সেই আভাস আছে সিনেমায়।

সুজনকে বলতে শোনা যায়, পরীর বিয়ে হলে কামলা সুজনের সঙ্গেই হবে। অন্যদিকে, পরীর প্রশ্ন- এতই যদি কষ্ট সহ্য করতে হয় আল্লাহ কেন প্রেম সৃষ্টি করলেন?

টুকরো টুকরো অনেক দৃশ্য ও কথা যেন দুরন্ত গতিতে ছুটে গেছে— এমন ভঙ্গিতে নির্মিত হয়েছে টিজার। বেশ ঝকঝকে ও ঝলমলে দৃশ্যায়ন। তবে নির্মাণে কেমন যেন দক্ষিণ ভারতীয় টোন আছে। সেটা গল্প প্রসঙ্গে নয়, উপস্থাপনের ধরন থেকে মনে হয়।

‘পোড়ামন ২’ প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। মুক্তি পাবে ঈদুল ফিতরে। তার আগেই চলতি কান চলচ্চিত্র উৎসবে হয়ে গেল ফিল্ম মার্কেট প্রদর্শনী।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

স্পটলাইট

Movies to watch in 2018
Coming Soon

[wordpress_social_login]

Shares