Select Page

প্রকাশ হলো ‘পোড়ামন ২’ টাইটেল গান, দেখুন…

প্রকাশ হলো ‘পোড়ামন ২’ টাইটেল গান, দেখুন…

# আব্দুল আজিজ জানতেন চান, কোন গানটি প্রথমে ছাড়বেন
# দর্শকের রায় গেছে, টাইটেল গানের পক্ষে
# এতদিন পার হওয়ার পরে দেখা হয়েছে ২ লাখবার
# ১৬ নভেম্বর মুক্তি পাচ্ছে একই নির্মাতা ও অভিনয়শিল্পীর নতুন সিনেমা

বছরের অন্যতম আলোচিত ও সফল সিনেমা ‘পোড়ামন ২’। যার গানগুলোও বেশ জনপ্রিয় হয়, কিন্তু সব গানগুলো দর্শকের নাগালে ছিল না এতদিন। এবার এলো টাইটেল গান।

কয়েকদিন আগে ফেসবুকে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানতে চান, ‘পোড়ামন ২’ এর কয়েকটি গান অপ্রকাশিত রয়ে গেছে। দর্শক কোন গানটি শুনতে চান প্রথমে। এর মধ্যে বেশির ভাগের রায় ছিল টাইটেল গানের প্রতি। এছাড়া অনেকে জানান, লোকগীতি ‘কিছুদিন মনে মনে’র কথা।

সোমবার ‘পোড়ামন’ অনলাইনে প্রকাশের পর বেশ সমাদর পায়। ইতোমধ্যে শোনা হয়েছে ২ লাখের বেশিবার।

গানটির কথা লিখেছেন দেশের অন্যতম গীতিকার কাজী মাজহারুল আনোয়ার। ইমন সাহার সুর ও সঙ্গীতে কণ্ঠ দিয়েছে নাজমুন মুনিরা ন্যানসি। কোরিওগ্রাফি করেছেন ভারতের জয়েস প্রধান।

‘পোড়ামন ২’ পরিচালনা করেছেন রায়হান রাফি। অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পূজা। এদিকে ১৬ নভেম্বর মুক্তি পাচ্ছে একই নির্মাতা-অভিনয়শিল্পীর সিনেমা ‘দহন’।

https://www.youtube.com/watch?v=HzCkf74PkoQ&feature=youtu.be&fbclid=IwAR25cupOjSYYSpctX31xVpvwrlC8-JgV92_ov83PqQ5qtSHOD7YUmt068tE


মন্তব্য করুন