Select Page

প্রকাশ হলো ‘বেসিক আলী’র রিলিজ ডেট

প্রকাশ হলো ‘বেসিক আলী’র রিলিজ ডেট

শাহরিয়ারের জনপ্রিয় কমিকস সিরিজ ‘বেসিক আলী’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে সিনেমা। সবকিছু ঠিক থাকলে বছরখানেকের মধ্যে মুক্তি পাবে প্রথম ছবি। তেমন ঘোষণা আসল ফেসবুকে।

প্রযোজনা প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট কানাডা প্রবাসী সজীব সপ্তক জানান, গল্প গোছানো প্রায় শেষ। শিগগিরই প্রথম সিনেমার নামসহ আসছে তারকা শিল্পী এবং অডিশন-স্ক্রিনটেস্টের ঘোষণা।

এ সিনেমার প্রধান চরিত্রগুলো হলো বেসিক আলী, বেসিকের প্রেমিকা রিয়া, ছোট ভাই ম্যাজিক আলী, ছোট বোন নেচার আলী, বন্ধু হিল্লোল, মা মলি ও বাবা তালিব আলী।

সপ্তক জানান, সিনেমাটির অভিনয়শিল্পী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এদের উপস্থিতি প্রতিটি সিনেমাতেই থাকবে। বিশেষ কোন ঝামেলা ছাড়া, কমপক্ষে ৪টি ‘বেসিক আলী’ সিনেমাতে অভিনয় করতে পারবেন এমন অভিনয়শিল্পীদেরই নেওয়া হবে।

এছাড়া, প্রতিটি সিনেমাতে গল্পকে কেন্দ্র করে কিছু নতুন চরিত্র থাকবে। তাই আসবেন নতুন শিল্পী।

মাঝে শোনা গিয়েছিল, মূল চরিত্রে অভিনয় করবেন তৌসিফ মাহবুব। তবে চূড়ান্ত ঘোষণার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।

২০১৮ সালের ১২ এপ্রিল প্রথম কিস্তি মুক্তি পাবে কানাডা, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের ৫০টি হলসহ বাংলাদেশ জুড়ে।


মন্তব্য করুন