Select Page

প্রচারণা কৌশলে এগিয়ে অনন্য মামুন

প্রচারণা কৌশলে এগিয়ে অনন্য মামুন

সারা দুনিয়ায় সিনেমার বাজেটের বড় অংশ ব্যয় হয় প্রচারণায়। উল্টোদিকে বাংলাদেশে বেশির ভাগ ক্ষেত্রে কোনোভাবে সিনেমা মুক্তি দিতে পারলেই যেন বাঁচেন প্রযোজকরা। দেশের এক নম্বর নায়কের বেশির ভাগ সিনেমায় মুক্তি পায় পোস্টার-টিজারের আশ্রয় নিয়ে। আবার নামমাত্র টিভি অনুষ্ঠান বা পত্রিকার সাক্ষাৎকারে দায় সারেন নিমার্তা বা তারকারা— তাও হাতে গোণা কয়েকজনের ক্ষেত্রে প্রযোজ্য।

তারই মাঝে অনন্য নজির স্থাপন করলেন অনন্য মামুন। ‘অস্তিত্ব’র পর ‘আমি তোমার হতে চাই’ এর শুরু থেকেই শুটিং এর সমানতালে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

প্রথমেই চমক দেন ‘বেপরোয়া মন’ গানের আলাদা ভিডিওতে হাবিব ওয়াহিদ ও তানজিনা তিশাকে কাস্ট করে। এরপর ফার্স্টলুক পোস্টার, টিজার, ট্রেলার প্রকাশে ছিলেন সরব।

ছবি মুক্তির সময় ঘনিয়ে আসতে ক্রিকেটার নিয়ে বানিয়েছেন শুভেচ্ছা বার্তাসহ ভিডিও। উপহার পৌছে দিলন তারকা, প্রযোজক, সাংবাদিকসহ বিভিন্ন পেশার ব্যক্তিদের কাছে।

প্রচারণার ধাক্কায় ব্যাপারটা এমন গড়ায় যে— নির্মাতা ও প্রযোজকের বিরুদ্ধে ছবিটির নায়ক বাপ্পীর মামলাকেও অনেকে প্রচারণা ভাবছেন! আর অনন্য মামুনও হাসি মুখে বলে যাচ্ছেন— হ্যাঁ, এটা প্রচারণা।

সর্বশেষ আকর্ষণ হিসেবে নিয়ে আসছেন সিনেমাটির নায়িকা বিদ্যা সিনহা মিম অভিনীত নতুন গান ‘হেইলা দুইল্যা নাচ’। সিনেমায় না থাকলেও প্রচারণা উপকরণ হিসেবে গানটি ইউটিউবে আপ করা হবে।

‘আমি তোমার হতে চাই’ মুক্তি পাবে ১৬ ডিসেম্বর।


মন্তব্য করুন