Select Page

প্রথম গানে অসাধারণ ‘হালদা’ (ভিডিও)

প্রথম গানে অসাধারণ ‘হালদা’ (ভিডিও)

টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে তৌকীর আহমেদের ‘হালদা’ সিনেমার প্রথম গান ‘নোনা জল’। গানটি যৌথভাবে রচনা করেছেন পিন্টু ঘোষ ও তৌকীর আহমেদ। নিজের সুর-সংগীতে পিন্টু কণ্ঠও দিয়েছেন সানজিদা মাহমুদ নন্দিতার সঙ্গে।

চট্টগ্রামের কর্ণফূলী নদীর মোহনায় চমৎকার লোকেশনে চিত্রায়িত গানটিতে রয়েছেন মোশাররফ করিম ও নুসরাত ইমরোজ তিশা। সোশ্যাল মিডিয়াতে পেয়েছে দারুণ প্রতিক্রিয়া।

‘হালদা’র গল্প লিখেছেন আজাদ বুলবুল। চিত্রনাট্য তৌকীরের। হালদা নদী ও সেখানকার প্রান্তিক মানুষের জীবনবৈচিত্র্যই এর বিষয়বস্তু। দেশের বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র এই হালদা নদী। মা মাছেরা এপ্রিল থেকে জুন পর্যন্ত অমাবস্যা বা পূর্ণিমার তিথিতে এখানে ডিম ছাড়ে। এই নদী ও নদীর গতি-প্রকৃতি, নদীর ক্ষয় ও নদীতীরবর্তী মানুষের জীবনের প্রবাহ ও জটিলতা তুলে ধরা হয়েছে গল্পে।

ছবিতে আরো আছেন জাহিদ হাসান। তাকে দেখা যাবে খলচরিত্রে। মোশাররফ থাকছেন জেলের ভূমিকায়। আর তাদের সঙ্গে তিশা অভিনয় করেছেন স্বপ্নবাজ তরুণীর চরিত্রে। এছাড়া আছেন দিলারা জামান, ফজলুর রহমান বাবু, শাহেদ আলী, রুনা খান প্রমুখ। প্রযোজনায় আমরা ক’জন। সংগীত পরিচালনায় পিন্টু ঘোষ।


মন্তব্য করুন