Select Page

প্রথম গানে ‘যদি একদিন’র শুভ সূচনা (ভিডিও)

প্রথম গানে ‘যদি একদিন’র শুভ সূচনা (ভিডিও)

ইউটিউবে প্রকাশ হয়েছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘যদি একদিন’ ছবির প্রথম গান ‘আমি পারবো না তোমার হতে’। এতে তাহসানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার শ্রাবন্তী। ছবিতে আরো অভিনয় করেছেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত তাসকিন রহমান।

‘আমি পারবো না তোমার হতে’র কথা লিখেছেন মাহমুদ মানজুর। সুর করেছেন নাভেদ পারভেজ। এতে কণ্ঠ দিয়েছেন তাহসান ও কোনাল। তবে গানটি তাহসানের কমফোর্টজোনের বাইরে যেতে পারেনি। তা সত্ত্বেও ইতোমধ্যে ইতিবাচকভাবে নিয়েছে ভক্ত ও শ্রোতারা। একদিনে দেখা হয়েছে কয়েক লাখবার।

এ প্রসঙ্গে রাজ বলেন,  আমরা বেশ কিছু চমক নিয়ে হাজির হচ্ছি। ছবির সবগুলো গান উপভোগ্য হবে বলে আমার বিশ্বাস। প্রথম গান প্রকাশের পর থেকেই ভালো রেসপন্স পাচ্ছি। আশা করছি দর্শকদের সুন্দর একটি চলচ্চিত্র উপহার দিতে পারবো।

বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘যদি একদিন’ ছবিতে আরও অভিনয় করেছেন সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশারসহ অনেকে। ছবিটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী আফরীন শিখা রাইসা।


Leave a reply