Select Page

প্রথম ঝলকে আইসক্রিম যেমন (টিজার)

প্রথম ঝলকে আইসক্রিম যেমন (টিজার)

icecream

রেদওয়ান রনি পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘আইসক্রিম’র ফার্স্টলুক টিজার প্রকাশ হয়েছে রবিবার রাতে।

শুরুতেই দেখা যায় সেন্ট মার্টিন দ্বীপে দুই তরুণ-তরুণীর খুনসুটি। এরপর আছে কিছু রোমান্টিক দৃশ্য। আবহে বাজতে থাকে অর্ণবের গান। রাজিব আশরাফের কথায় সুর ও সঙ্গীত করেছেন আরাফাত মহসিন।

তবে গানটির সঙ্গে জুড়ে দেয়া দৃশ্যগুলো রোমান্স প্রকাশ করলেও অর্থপূর্ণ মনে হয় না। একটা সিনেমার টিজার হিসেবে কোনো সারমর্ম দেয় না।

হয়তো এটাই রনির চমক। যার জন্য দর্শক অপেক্ষা করবে। ইতোমধ্যে ইউটিউবে দর্শক মন্তব্যে প্রশংসার রেশ দেখা গেছে।

‘আইসক্রিমে’ প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাজ, তুশি ও উদয়। আরও আছেন ওমর সানি, দিতি ও এটিএম শামসুজ্জামান।

সিনেমাটি মুক্তি পাবে ২৯ এপ্রিল।


মন্তব্য করুন