প্রথম পছন্দ পরীমণি, নায়কের এ মন্তব্যে সিনেমা ছাড়লেন মাহিয়া মাহি
গত ২৮ মার্চ মা হয়েছেন মাহিয়া মাহি। সব মিলিয়ে বছরখানেক বিরতির পর গত ১০ অক্টোবর ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার শুটিংয়ে অংশ নেন তিনি। মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় মাহির বিপরীতে আছেন নবাগত নায়ক মুন্না খান, তিনিই ছবির প্রযোজক।
জানা গেছে বেশ খোশমেজাজেই সিনেমাটির শেষ ক্লাইমেক্সের শুটিং শেষ করেন ‘অগ্নি’কন্যা। এরপরই শুরু হয় বিপত্তি। মাহি জানান, সিনেমাটির শুটিং আর করবেন না তিনি। মাহির এমন সিদ্ধান্তের কারণ জানতেন না স্বয়ং পরিচালকও।
এ বিষয়ে মাহি সংবাদমাধ্যমকে বলেন, ‘ব্যক্তিগত কারণে সিনেমাটিতে কাজ করছি না। কিন্তু নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক স্যারের আরেকটি সিনেমায় অভিনয় করব। এখনো সিনেমাটির নাম ঠিক হয়নি। সবকিছু ঠিক হলেই সবাইকে বলব।’
পেছনের কারণ হিসেবে জানা গেল নায়ক ও প্রযোজক মুন্নার এক সাক্ষাৎকার নিয়েই হয়েছে ঝামেলা। এ নবাগত জানান, তার ইচ্ছা ছিল পরীমণিকে নেওয়ার। পরিচালকও যোগাযোগ করেছিল তার সঙ্গে। কিন্তু পারিবারিক ঝামেলায় থাকার কারণে কাজটি পরীমণি করতে পারেনি।
মাহির সরে আসার বিষয়ে পরিচালক মানিক বলেন, ‘সিনেমাটিতে নায়িকা হিসেবে শুরু থেকেই আমি মাহিয়া মাহিকে ভেবেছিলাম। পরে তাঁর সঙ্গে যোগাযোগ করে চূড়ান্তও করি। মাহিয়া মাহি ছাড়া অন্যকোনো নায়িকার সঙ্গে সিনেমাটি নিয়ে আমি যোগাযোগ করিনি। কিন্তু সিনেমার নায়ক এক সাক্ষাৎকারে অন্য একনায়িকার নাম বলেন। সেই নায়িকা সিনেমাটি না করায় মাহিকে নেওয়া হয়েছে। মাহি মনে করেছেন, তার কাছে বিষয়টি গোপন করেছি আমরা। তাই হয়তো অভিমান করে শুটিং করবেন না বলে জানিয়েছেন। কিন্তু মাহি ছাড়া অন্য নায়িকার সঙ্গে আমি কথা বলিনি।’
আরো জানিয়েছেন, মাহির সঙ্গেসাক্ষাৎ করে বিষয়টি সুরাহা করবেন। তার আশা, মাহির মান ভাঙবে এতে।
ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমাডার্ক ওয়ার্ল্ড। সিনেমায় দেখা যাবে, সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ফুটেজ ছড়িয়ে একটি চক্র প্রতারণা করে। তাদের নির্মূলের অভিযান নিয়েই তৈরি হচ্ছে ছবিটি। ছবিতে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে মাহিকে। ছবিতে আরো অভিনয় করছেন মৌসুমী ও মিশা সওদাগর। খবর সমকাল ও আজকের পত্রিকা।