Select Page

প্রথম পোস্টারেই চমকে দিল ‘পোড়ামন ২’

প্রথম পোস্টারেই চমকে দিল ‘পোড়ামন ২’

২০১৩ সালে মুক্তি পায় জাকির হোসেন রাজুর ছবি ‘পোড়ামন’। আলোচিত ছবিটির সিক্যুয়াল ‘পোড়ামন-টু’ নিয়েও আগ্রহ তৈরি হয়েছে ঘোষণাতেই। এবার ফার্স্টলুক প্রকাশ করে তাতে উত্তাপ ছড়ালেন পরিচালক রায়হান রাফি।

মঙ্গলবার সন্ধ্যায় ফেসবুক প্রোফাইলে এটি প্রথম প্রকাশ করেছেন ছবির পরিচালক রায়হান রাফি। যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগের এ মাধ্যমটিতে ছড়িয়ে পড়ছে, হচ্ছে ভাইরাল।

ভিন্ন মাত্রার এই পোস্টারটি দেখে তৈরি হলো নতুন রহস্য। এই পোস্টারে সাদা আর কালো বোরখা পরা ৭০ জন অসহায় চাহনির নারীর মাঝে দাঁড়িয়ে আছেন নায়ক সিয়াম আর নায়িকা পূজা।

এ প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে নির্মাতা বললেন, ‘ছবির শেষ দিকে বিশেষ একটি ঘটনা ঘটবে। এই লুক বা পোস্টার তার ইঙ্গিত। দর্শক যখন ছবিটি শেষ করবে তখন বুঝতে পারবেন পোস্টার এমন করা কেন হয়েছিল।’

গত বছরের সেপ্টেম্বর মাসে ছবির কাজ শুরু হয়েছিল। মেহেরপুর, কুষ্টিয়া ও সিলেটের বেশ কিছু জায়গায় এর শুটিং হয়। এখন এটি সম্পাদনার জন্য ভারতে আছে।

পরিচালক আরও জানান, শিগগিরই জাজ মাল্টিমিডিয়া থেকে ‘পোড়ামন-টু’ মুক্তির তারিখ ঘোষণা করা হবে।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares