Select Page

প্রথম সপ্তাহে ২৯ হলে ‘মৃধা বনাম মৃধা’

প্রথম সপ্তাহে ২৯ হলে ‘মৃধা বনাম মৃধা’

২৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রনি ভৌমিক পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘মৃধা বনাম মৃধা’। অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তারিক আনাম খান, নোভা ফিরোজ প্রমুখ।

হল তালিকা: ঢাকার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি (দুপুর ১:৫৫ ও সন্ধ্যা ৭:৩৫), সীমান্ত সম্ভার (বিকেল ৪:৪৫), সনি স্কয়ার (দুপুর ২টা); ব্লকবাস্টার সিনেমাস (দুপুর ১টা, বিকেল ৪টা), মধুমিতা (সকাল ১০টা শুধুমাত্র শুক্রবার, দুপুর ১২:৩০, বিকেল ৩:৩০, সন্ধ্যা ৬:৩০, রাত ৯:৩০), শ্যামলী (দুপুর ১২:৪০, বিকেল ৩:১৫, সন্ধ্যা ৬টা, রাত ৮টা), চিত্রামহল, গীত, বিজিবি অডিটোরিয়াম, আনন্দ ও সৈনিক ক্লাব।

নিউ গুলশান – কেরানীগঞ্জ নারায়ণগঞ্জের নিউ মেট্রো, সিনেস্কোপ (সকাল ১১টা, দুপুর ২টা, বিকেল ৫টা, সন্ধ্যা ৭:৪৫), চাঁদমহল; রুটস সিনে ক্লাব – সিরাজগঞ্জ (সকাল ১১টা, বিকাল ৩টা, সন্ধ্যা ৫:৩০, রাত ৮টা), সুগন্ধা – চট্টগ্রাম (দুপুর ১২:৩০, বিকেল ৩:৩০, সন্ধ্যা ৬:৩০), নন্দিতা – সিলেট, সাভারে সেনা অডিটোরিয়াম, মধুবন – বগুড়া (দুপুর ১২টা শুক্রবার ছাড়া প্রতিদিন, বিকাল ৩টা, সন্ধ্যা ৬টা, রাত ৯টা), বর্ষা – জয়দেবপুর, রূপকথা – পাবনা, রূপকথা – শেরপুর, অভিরুচি – বরিশাল, মনিহার – যশোর, বনলতা – ফরিদপুর, মালঞ্চ – টাঙ্গাইল, লিবার্টি – খুলনা এবং সঙ্গীতা – খুলনা।

https://www.youtube.com/watch?v=pNPji1ic1EU

‘মৃধা বনাম মৃধা’ প্রযোজনা করেছে টোস্টার প্রডাকশন ক্রিয়েশন। পরিবেশনা করছে নির্মাতা অনন্য মামুনের পরিবেশনা প্রতিষ্ঠান একশন কাট এন্টারটেইনমেন্ট। রিলিজের কয়েক সপ্তাহ পরই টফি অ্যাপে ছবিটির প্রিমিয়ার হবে।


মন্তব্য করুন