Select Page

প্রযোজক সমিতির নির্বাচনে ট্রামকার্ড শাকিব!

প্রযোজক সমিতির নির্বাচনে ট্রামকার্ড শাকিব!

চলচ্চিত্র সংশ্লিষ্ট সমিতির নির্বাচনে শাকিব খান এখন বড় ট্রামকার্ড। পরপর দুইবার সভাপতি হওয়ায় শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিতে পারছেন না তিনি। শোনা যাচ্ছে, প্রযোজক সমিতির নির্বাচনে অংশ নিচ্ছেন। আর সেটা হতে পারে জাজ মাল্টিমিডিয়া সংশ্লিষ্ট প্যানেলে।

ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এরপরই এপ্রিল-মে নাগাদ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির নির্বাচন। গত বছরের ২৮ মে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিভিন্ন জটিলতায় সেটা আর হয়নি। এ নির্বাচনকে ঘিরেই সিনে প্রযোজকদের মধ্যে চলছে স্নায়ুযুদ্ধ।

নির্বাচন নিয়ে কাকরাইলে চলছে নানা আলোচনা-সমালোচনা। এখন পর্যন্ত সঠিক তথ্য মোতাবেক দুটি প্যানেল অংশ নিচ্ছে এবারের নির্বাচনে। এর মধ্যে একটি হচ্ছে ভারতীয় চলচ্চিত্র ও যৌথ প্রযোজনার পক্ষের শক্তি অন্যটি বিপক্ষের শক্তি।

সে হিসেবে নির্বাচনে খোরশেদ আলম খসরু ও সামসুল আলমের নেতৃত্বে একটি প্যানেল এবং আব্দুল আজিজ ও কামাল মোহাম্মদ কিবরিয়া লিপুর নেতৃত্বে আরেকটি প্যানেল অংশ নেবে। আব্দুল আজিজ এ ব্যাপারে এখনো নিশ্চিত করে কিছু না বললেও নির্বাচনটি তার জন্য গুরুত্বপূর্ণ। সম্ভবত সেই কারণেই শীর্ষ নায়ক শাকিব খানকে ঘিরে গুঞ্জন উঠেছে।

বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে যুগান্তর জানায়, প্রযোজক সমিতির নির্বাচনে লড়াই করার প্রস্তুতি নিচ্ছেন শাকিব। ধারণা করা হচ্ছে, যদি আজিজ-লিপু প্যানেল করেন তবে এ প্যানেল থেকেই নির্বাচন করবেন তিনি।

এর আগে শোনা যায়, শাকিবের মাধ্যমে শিল্পী সমিতির নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করবে জাজ। তবে তার সত্যতা মেলেনি। শিল্পী সমিতির সভাপতি থাকাকালে ভারতীয় সিনেমা আমদানি ও যৌথ প্রযোজনা নিয়ে শাকিবকে বেশ সরব দেখা যায়। পরবর্তীতে জাজের ‘শিকারি’তে অন্তর্ভুক্ত হওয়ার পর তাকে সে বিষয়ে উদাসীন দেখা যায়। এ নিয়ে মিশা সওদাগর সরাসরি অভিযোগও করেন। প্রযোজক সমিতির নির্বাচন নিয়ে একই ঘটনার পুনরাবৃত্তি অসম্ভব কিছু নয়।

শাকিব বর্তমানে যৌথ প্রযোজনার ‘নবাব’র শুটিং নিয়ে কলকাতায় ব্যস্ত আছেন।


মন্তব্য করুন