Select Page

প্রশংসিত ‘এর বেশী ভালোবাসা যায় না’

প্রশংসিত ‘এর বেশী ভালোবাসা যায় না’

Poster_B-235x275এই সপ্তাহে মুক্তিপ্রাপ্ত দুটি ছবির একটি  ‘এর বেশী ভালোবাসা যায় না‘। ছবিটি পরিচালনা করেছেন জাকির হোসের রাজু।  ফেসবুকে দর্শক প্রতিক্রিয়ার দিক থেকে এগিয়ে আছে ছবিটি। বলা হচ্ছে, তাদের দেখা হলে ছবিটি হাউসফুল যাচ্ছে।

পরিচালক হিসেবে রাজুর প্রতি দর্শকের আস্থা বরাবরই উপরের দিকে। রাজু’র আগের ছবিটি নকল বলে অভিযুক্ত হলেও নতুন ছবিটি এমন কিছু শোনা যাচ্ছে না। বরং, এবারের গল্পের জন্য প্রশংসাই পাচ্ছেন তিনি। বলা হচ্ছে, পর্যাপ্ত বাজেট পেলে তিনি ছবিটির নির্মাণশৈলী আরো ভালো করতে পারতেন।

রাজুর সাথে এটি সায়মন সাদিকের তৃতীয় কাজ।  সায়মনও দর্শকদের আশাহত করেননি।

এই সপ্তাহে মুক্তিপ্রাপ্ত অন্য চলচ্চিত্রটির মতোও এটিতেও আছেন একজন নতুন নায়িকা। বলাবাহুল্য  নিঝুম ছবির মুক্তির আগে থেকেই আলোচনায় আছেন। দর্শকরা তার পক্ষেই রায় দিয়েছে।

ছবিটির গান সম্পর্কেও দর্শক মতামত ইতিবাচক।

অন্যদিকে, মুক্তির আগে থেকেই ছবিটির পোস্টার নিয়ে নেতিবাচক মন্তব্য লক্ষ্য করা গেছে ফেসবুকে। অনেকে বলেছেন, তারা নায়িকার এতো খোলামেলা উপস্থাপন আশা করেন নাই।

মাত্র দুইদিন গেলে। দেখা যাক, সপ্তাহটি  ‘এর বেশী ভালোবাসা যায় না’-র জন্য কেমন যায়!

 


২ টি মন্তব্য

  1. robiulrana

    ছবিটি দেখে যেটা মনে হয়েছে সেটা হয়েছে তা হলো, এখন সময় হয়েছে জাকির হোসেন রাজুর বিরতি নেয়ার। তার কিছু থেকে এরকম কাজ একেবারেই অপ্রত্যাশিত। গড্ডালিকা প্রবাহে যদি তার মত পরিচালকরাও গা ভাসান তা হলে তরী বাইবে কে? ছবিটি নিয়ে কিছুই বলতে ইচ্ছে করছে না, আসলে এটা সমালোচনার একেবারেই অযোগ্য। একটি দৃশ্যের কথা বলি, নায়ক নায়িকা আন্ত:নগর ট্রেনে উঠে ইচ্ছেমত সিট বেচে নিয়ে বসছেন। প্রথমে বসলেন শোভন সাধারন শ্রেণী আই মিন থার্ড ক্লাসে পরক্ষনেই তারা ঘুমাচ্ছেন প্রথম শ্রেণীর বার্থে।
    এই ছবির কাহিনী মৌলিক এ কথা যারা বলছেন, তারা বোধহয় Jab We Met সিনেমাটি দেখেন নি।

মন্তব্য করুন