Select Page

প্রসেনজিতের নায়িকা পরী মনি, পরিচালক দীপঙ্কর দীপন

প্রসেনজিতের নায়িকা পরী মনি, পরিচালক দীপঙ্কর দীপন

কিছুদিন আগে পরী মনির সঙ্গে দেখা করেছিলেন ‘ঢাকা অ্যাটাক’-এর পরিচালক দীপংকর দীপন। ধারণা করা হচ্ছিল, নতুন কোনো ছবির জন্য মিটিং করেছেন তারা। দীপনের ঘোষণা দেওয়া ‘ডু অর ডাই’নয় তো? তেমনটা অস্বীকার করেন পরিচালক। শুধু বললেন অপেক্ষা করতে।

বাংলা ট্রিবিউন জানায়, এবার কলকাতায় বসে বাংলাদেশিদের জন্য ধামাকার ইঙ্গিত দিলেন এই তারকা। নতুন আরও একটি ছবির কাজ শুরু করতে যাচ্ছেন দীপন। নাম চূড়ান্ত না হওয়া এ ছবিতে অভিনয় করছেন কলকাতার অভিনেতা প্রসেনজিৎ আর দেশের পরীমনি।

জানালেন, নতুন ছবির জন্য এই দুই শিল্পীর সঙ্গে চূড়ান্ত কথা হয়েছে তার।

দীপন বলেন, ‘‘চুক্তিপত্র না করে কীভাবে নিশ্চিত করে বলি! তাদের সঙ্গে চূড়ান্ত কথা হয়েছে। তবে এটা ‘ডু অর ডাই’ ছবির জন্য নয়। এর নাম এখনও ঠিক হয়নি।’’


মন্তব্য করুন