Select Page

প্রীতিলতার কাছাকাছি পরী মনি

প্রীতিলতার কাছাকাছি পরী মনি

ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী প্রীতিলতার চরিত্রে অভিনয় করছেন পরী মনি। অনেকটা শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশ হলো সেই ছবির ফার্স্টলুক। প্রীতিলতার খুবই পরিচিত একটি ছবির সাজে দেখা যাচ্ছে নায়িকাকে।

সাধারণত গ্ল্যামারাস অবতারে দেখা দেন পরী মনি। এবার নিজেকে খানিকটা ভাঙলেন। আর বাকিটা দেখা যাবে পর্দায়। জানা যাবে, সত্যি কি প্রীতিলতার কাছাকাছি যেতে পেরেছেন ঢালিউডের বারবি ডল?

চলচ্চিত্রের প্রয়োজনেই গত ১৯ জুলাই প্রীতিলতার লুক সেট ও লুক টেস্টের আয়োজন করেছিল ছবিটির নির্মাতা প্রতিষ্ঠান ইউফরসি।

ক্যারেক্টার প্রেজেনটেশন, আর্ট ডিরেকশন, স্টাইলিং ও কোরিওগ্রাফিতে ছিলেন বিপ্লব সাহা। ক্যানভাস স্টুডিওতে এই ফটোশুট করেন অনিক চন্দ্র।

এ প্রসঙ্গে পরী বলেন, ‘সত্যিই খুব শান্তি লাগছে। নিজেকে দেখে নিজেই চিন্তে পারছিলাম না। শুটের আগে কিছুটা টেনশনে ছিলাম। আমি একজন কিংবদন্তী বিপ্লবীকে নিজের মধ্যে ধারণ করে ঘুরে বেড়াচ্ছি। এই ফিল বলে বোঝানো যাবে না। মনে হচ্ছে প্রীতিলতার আত্মা ভর করেছে। ‘

গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে রাশিদ পলাশের পরিচালনায় ‘প্রীতিলতা’র শুটিং শুরু হয়েছে আগেই। করোনা পরিস্থিতির কারণে আপাত শুটিং বন্ধ থাকলেও আবারও আসছে আগস্টে শুটিং শুরু করার প্রস্তুতি চলছে।

চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে হবে ছবির শুটিং। ছবিতে পরী মনি ছাড়াও অভিনয় করছেন তানভীর, মামুন বিশ্বাস, রাজু খান, আফরিনা বুলবুল, সাইফ চন্দন, মুকুল সিরাজী, রিপা প্রমুখ।


Leave a reply