দুই প্রেমীর খোঁজ পেল ঢালিউড (ভিডিও)
বড়পর্দার জুটি হিসেবে আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া একদম নতুন। অভিজাত ও স্টাইলিশ লুকে বরাবরই তাদের পাওয়া যায়। বৃহস্পতিবার রাতে প্রকাশ হলো এ জুটির প্রথম সিনেমা ‘প্রেমী ও প্রেমী’র টাইটেল গান। কেমন হলো?
কবির বকুলের লেখায় গানটির সঙ্গীত ও গায়কী জাজ মাল্টিমিডিয়ার নিয়মিত শিল্পী আকাশের। গানটি শুনতে বেশ। মেলোডিয়াস সুরে চমৎকার কিছু কাজ আছে, যা কানে ভালোই লাগে।
দৃশ্যায়নে নতুন লোকেশন আছে কিন্তু নতুনত্ব নেই। বিশেষ করে গানের খালি স্টেডিয়াম ব্যবহার আজকাল বেশ ক্লিশে হয়ে গেছে। তবে সবচেয়ে বড় আকর্ষণ বোধহয় নুসরাত ফারিয়ার নতুন লুক। এ নায়িকার মাঝে বারবি বারবি ভাব থাকলেও নতুন ধরনের নাকফুল ও বিশেষ নকশার ব্লাউজ থাকে আবেদনময়ী করে তুলেছে।
অন্যদিকে আরিফিন শুভ বরাবরের মতই রকস! তাকানো, হাঁটার ভঙ্গি নায়কোচিত— বাহুল্য নেই। সিনেমাটির নির্মাতা জাকির হোসেন রাজু। তাই ভালো একটি গল্প ও নির্মাণ আশা করাই যেতে পারে।
প্রথম গান হিসেবে ‘প্রেমী ও প্রেমী’ ছুঁয়ে যাওয়ার মত। আশা করা যায়, সে আকর্ষণ দিন দিন বাড়বে।
সোহেল রানার সব ছবির তালিকা চাই