Select Page

প্রেমের আগুন ছড়ালো ‘হালদা’ (ভিডিও)

প্রেমের আগুন ছড়ালো ‘হালদা’ (ভিডিও)

টিজারের পর মুক্তি পেয়েছিল ‘নোনা জল’ ও ‘গম গম লার’ শিরোনামের দুটি গান। এবার প্রকাশ হলো তৌকীর আহমেদের ‘হালদা’ সিনেমার তৃতীয় গান ‘প্রেমের আগুন’।

বুধবার বিকালে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে ‘প্রেমের আগুন’ শিরোনামের এই গান। বরাবরের মতোই গানের কথা, সুর ও সংগীত করেছেন পিন্টু ঘোষ। তার সঙ্গে এতে কণ্ঠ দিয়েছেন সুকন্যা মজুমদার। ইতোমধ্যে গানটি উত্তাপ ছড়াতে শুরু করেছে।

২ মিনিট ৩৬ সেকেন্ডের এই গানের দৃশ্যে অভিনয় করেছেন মোশাররফ করিম ও তিশা। এর মাঝে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথোপকথন আছে এই দুই তারকার।

সিনেমাটি মুক্তি পাবে ১ ডিসেম্বর।

https://www.youtube.com/watch?v=9zcSTaiA8Us


মন্তব্য করুন