Select Page

প্রেম কাহিনীতে তুষ্ট ক্রিকেট বোর্ড

প্রেম কাহিনীতে তুষ্ট ক্রিকেট বোর্ড

PDPK-2

অবশেষে সেন্সর ছাড়পত্র পেল সাফি উদ্দিন সাফির ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু’ (পিডিপিকে-টু)। বেশ ক’মাস আটকে থাকার পর কিছু দৃশ্যের কাটছাটের পর সোমবার বিকেলে ছবিটি মুক্ত হয়।

পরিচালক জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আপত্তিতেই আটকে ছিল সিনেমাটি। তাদের দেওয়া শর্ত মেনেই ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু’ পুনঃসেন্সরের জন্য জমা দেন।

ক্রিকেট বোর্ডের আপত্তি ছিল ছবির দুটি বিষয়ে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ডের লোগো ব্যাবহার ও ক্রিকেট জার্সি পরে ব্যাট হাতে শাকিব খানের মারপিট। ছাড়পত্র পেতে দুটোই ছবি থেকে ফেলে দিতে বাধ্য হয়েছেন পরিচালক। এর আগে চলচ্চিত্র সেন্সর বোর্ডের নির্দেশে ছবিটির নামের বানানেও পরিবর্তন আনা হয়। সব মিলিয়ে তিনমাস সেন্সর বোর্ডে আটকে ছিল সিনেমাটি।

রুম্মান রশীদ খানের চিত্রনাট্যে ফ্রেন্ডস মুভিজের ব্যানারে নির্মিত হয়েছে ২০১৩ সালের ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ সিনেমার সিক্যুয়ালটি। অভিনয় করেনে শাকিব খান, জয়া আহসান, ইমন প্রমূখ।


মন্তব্য করুন