Select Page

প্রেম-বিষাদ-শ্রুতি মধুর গানে ‘আমার প্রেম আমার প্রিয়া’

প্রেম-বিষাদ-শ্রুতি মধুর গানে ‘আমার প্রেম আমার প্রিয়া’

মঙ্গলবার সন্ধ্যায় অনলাইনে প্রকাশ হয়েছে ‘আমার প্রেম আমার প্রিয়া’ সিনেমার ফার্স্টলুক টিজার। চমৎকার ভিডিওটি ছুঁয়ে গেছে অনেকের মন।

এর মাধ্যমে পরিচালক হিসেবে শামীমুল ইসলাম শামীমের অভিষেক হচ্ছে বড়পর্দায়। গ্রামীণ প্রেমের গল্পের ছবিটিতে জুটি বেঁধেছেন কায়েস আরজু ও পরী মনি।

টিজার জুড়ে দুই তরুণ-তরুণীর প্রেম-বিরহ উঠে এসেছে। পার্শ্ব চরিত্রগুলোও সাক্ষি দেয় বিষাদের। কী সেই বিষাদ? এমনকি এক পর্যায়ে পরী মনিকে তিন তালাক উচ্চারণ করতে শোনা যায়।

চমক হিসেবে ছিল জনপ্রিয় একটি গানর নতুন সংস্করণ— ‘পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে/তার নাম ভালোবাসা, তার নাম প্রেম’।

ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ, রেবেকা ও ডন। ৯ মার্চ মুক্তি পেতে যাচ্ছে।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares