Select Page

প্লেব্যাকে আরেফিন শুভ

প্লেব্যাকে আরেফিন শুভ

06112013114346AR1আরেফিন শুভ একজন পরীক্ষিত মডেল ও অভিনেতা।

অভিনেতা পরিচয়ের পাশাপাশি এবার গায়ক হিসেবে পরিচিত হতে যাচ্ছেন তিনি। সম্প্রতি  ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অগ্নি‘ ছবির একটি গানে প্লেব্যাক করলেন শুভ।

অদিতের সংগীতায়োজনে সম্প্রতি মৌচাকের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

‘সহে না যাতনা’ শিরোনামের গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি পর্দায়ও ঠোঁট মেলাবেন শুভ।

ছবিটিতে শুভ-র বিপরীতে অভিনয় করেছেন মাহি

সুত্র: মিডিয়া টাইম ২৪.কম


মন্তব্য করুন