Select Page

ফটোসুন্দরী পিনা’র নতুন চলচ্চিত্র

ফটোসুন্দরী পিনা’র নতুন চলচ্চিত্র

বিPinaনোদন বিচিত্রার ফটোসুন্দরী পিনা তার অভিনীত প্রথম ছবি মুক্তির আগেই দ্বিতীয় ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। নতুন এই ছবির নাম ‘বউ বানাবো তোকে’, পরিচালনা করবেন হৃদয়ের কথা ও আকাশ ছোঁয়া ভালোবাসা ছবির প্রযোজক মারুফ আহমেদ রিজভী।

পিনার প্রথম ছবি ‘তার এই বুকের ভেতর’ ছবির পরিচালক বজলুর রাশেদ চৌধুরী এবং নায়ক জীবন আহমেদ। ছবিটির শেষ পর্যায়ের কাজ চলছে।

বউ বানাবো তোকে ছবির শ্যুটিং আগামী ২৯ অগাস্ট থেকে শুরু হচ্ছে। ছবিতে অন্যান্যের মধ্যে সুজাতা, রেহানা জলি, মিশা সওদাগর অভিনয় করছেন।

সূ্ত্র: মানবজমিন


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares