Select Page

ফাইটার: মুক্তির অনুমতি পেল আরো একটি ভারতপ্রেমের ছবি

ফাইটার: মুক্তির অনুমতি পেল আরো একটি ভারতপ্রেমের ছবি

বলিউড সিনেমায় দেশপ্রেম ও নির্দিষ্ট ধর্মকে কেন্দ্র করে দর্শক টানার ঘটনা নতুন নয়। এসব সিনেমা কখনো ছদ্ম-নৈতিকতার গল্প, কখনো বা বিভেদ ছড়িয়ে ব্যবসা করে নিচ্ছে। যার ব্যবসায়িক প্রভাব বাংলাদেশেও পড়ছে।

সম্প্রতি পর পর যে সব বলিউড সিনেমা বাংলাদেশে প্রবেশ করেছে ও ব্যবসা করেছে তা কোনো না কোনো দেশপ্রেম তথা ভারতপ্রেম নির্ভর। অথবা সে দেশের শত্রুদের ধ্বংসের গল্প। অর্থাৎ নিছক বিনোদনমূলক থাকেনি। যেমন, পাঠান, জাওয়ান ও ডানকি। যার সঙ্গে এবার যুক্ত হচ্ছে ‘ফাইটার’।

এছাড়া দেশী ভিন্ন গল্পের ছবিকে ছাড়পত্র না দিয়ে আটকে রাখলেও আটকে রাখা যায়নি ‘অ্যানিমেল’। যে ছবিতে মুসলমানদের নেতিবাচকভাবে দেখানোর অভিযোগও উঠেছে। এছাড়া সেন্সরের নিয়মগুলোর তোয়াক্কা না করে অবলীলায় খোলামেলা দৃশ্যগুলো ছাড় পাচ্ছে।

এছাড়া বাংলাদেশে উত্সব ছাড়া শুক্রবারের বাইরে সিনেমা মুক্তি না পেলেও ভারতীয় রিলিজের ক্ষেত্রে অবলীলায় অন্যথা হচ্ছে। সম্প্রতি ‘হুব্বা’র সময় দেখা গেছে, নিয়ম না মেনে একইদিনে তিনটা ছবি মুক্তি পেয়েছে।

সংবাদমাধ্যমের ভাষ্য অনুসারে আগামী ২৫ জানুয়ারি দেশের সিনেমা হলে অভিষেক হচ্ছে বলিউড নায়ক হৃতিক রোশনের। এদিন ভারতের সঙ্গে বাংলাদেশে মুক্তি পাবে ‘ফাইটার’। যে সিনেমায় পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ের গল্প বা ভারতপ্রেমের জোয়ার দেখানো হবে।

‘ফাইটার’ খবরটি নিশ্চিত করলেন ঢাকার নির্মাতা ও পরিবেশক অনন্য মামুন। তিনি বললেন, “আজ (২১ জানুয়ারি) তথ্য মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র পেয়েছি। ফলে ‘ফাইটার’ নিয়ে বড় কোনও প্রতিবন্ধকতা আর নেই। কেবল সেন্সর বাকি, সেটাও দ্রুত হয়ে যাবে। ২৫ জানুয়ারি ভারত ও বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশের দর্শকও ছবিটি দেখতে পারবেন।”

এতদিন হিন্দি ছবিগুলো টু-ডি ভার্সনে মুক্তি পেয়েছে। এবার ‘ফাইটার’র মাধ্যমে যুক্ত হচ্ছে থ্রি-ডি ভার্সনও। অবশ্য থ্রি-ডি ভার্সন কেবল মাল্টিপ্লেক্সগুলোতেই দেখা যাবে। কারণ, সিঙ্গেল স্ক্রিনে এই প্রযুক্তি এখনও আসেনি।


Leave a reply