Select Page

মাসুদ রানার ‘অপারেশন চিতা’ থেকে সিনেমা নির্মাণের ঘোষণা

মাসুদ রানার ‘অপারেশন চিতা’ থেকে সিনেমা নির্মাণের ঘোষণা

কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র মাসুদ রানা নিয়ে আবারো সিনেমা নির্মাণের ঘোষণা দিল জাজ মাল্টিমিডিয়া। এবার তারা বেছে নিয়েছে ‘অপারেশন চিতা’ গল্পটি। আর সিনেমাটির নাম হবে ‘চিতা’।

‘এমআর নাইন’ সিনেমার দৃশ্য

এ সিনেমার ঘোষণা দিয়ে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘‘দেশবরেণ্য লেখক প্রয়াত কাজী আনোয়ার হোসেনের অমর সৃষ্টি মাসুদ রানা সিরিজের ‘অপারেশন চিতা’ গল্প অবলম্বনে জাজের পরবর্তী চলচ্চিত্র ‘চিতা’।’’

ছবির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল আজিজ। তবে এর পরিচালক ও মাসুদ রানা চরিত্রে কে অভিনয় করবেন তা জানা যায়নি।

আব্দুল আজিজ জানান, ২৮ জানুয়ারি ছবির মহরত হবে। সেদিন সব বিস্তারিত জানানো হবে। শিল্পী নির্বাচনে অনেক চমক থাকবে বলে জানান এ প্রযোজক। 

‘চিতা’র শুটিং শুরু হবে মার্চে, চলবে এপ্রিল পর্যন্ত।  বাংলাদেশ, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে শুটিং হবে বলে দাবি করা হচ্ছে।

সিনেমাটি চলতি বছরেই মুক্তির পরিকল্পনা করছে জাজ।  সিনেমাটি বাংলা ও ইংরেজি ভাষায় মুক্তি দেওয়া হবে।

এর আগে গত বছর এবিএম সুমন এসেছেন মাসুদ রানা চরিত্রে এমআরনাইন সিনেমায়। কিন্তু খুব একটা সাড়া জাগাতে পারেনি। এছাড়া রাসেল টানা ও পূজা চেরিকে নিয়ে ‘মাসুদ রানা’ নামের আরেকটি সিনেমার শুটিং হলেও কোনো আপডেট নেই। এ সিনেমার পরিচালক সৈকত নাসির।


মন্তব্য করুন