Select Page

ফাখরুলের নতুন ছবি, থাকছেন সুবর্ণা মুস্তাফা

ফাখরুলের নতুন ছবি, থাকছেন সুবর্ণা মুস্তাফা

# ‘ভুবন মাঝি’র পর নতুন সিনেমায় হাত দিয়েছেন ফাখরুল আরেফিন খান
# সিনেমাটির নাম ‘গণ্ডি’। অভিনয় করছেন আগের সিনেমার অপর্ণা ঘোষ ও মাজনুন মিজান
# বিশেষ চমক হলেন গুণী অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। সাথে থাকতে পারেন কলকাতার সব্যসাচী চক্রবর্তী বা অঞ্জন দত্ত
# ৫৫ ও ৬৫ বছর বয়সী দুজন মানুষের গল্প এ সিনেমা
# লন্ডনে কয়েকদিনের মধ্যে শুটিং শুরু হচ্ছে। এর পরের লটের কাজ হবে আগামী মার্চে

সর্বশেষ ‘গহীন বালুচর’ সিনেমায় অভিনয় করেন গুণী অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। এবার তিনি যুক্ত হতে যাচ্ছেন ফাখরুল আরেফিনের দ্বিতীয় সিনেমা ‘গণ্ডি’তে। এর আগে এ পরিচালক নির্মাণ করেছিলেন সরকারি অনুদানের ‘ভুবন মাঝি’। নতুন সিনেমায় যথারীতি আছেন ‘ভুবন মাঝি’র দুই অভিনয়শিল্পী অপর্ণা ঘোষ ও মাজনুন মিজান।

শুটিং শুরু হচ্ছে লন্ডন থেকে। ১২ তারিখ থেকে শুরু করে ১৬-১৮ তারিখ পর্যন্ত চলবে ক্যামেরা। ইতোমধ্যে লন্ডন পৌঁছেছেন পরিচালক ও অপর্ণা-মাজনুন।

তবে এই ছবির বড় চমক আপাতত সুবর্ণা মুস্তাফা। চূড়ান্ত কথাবার্তা শেষে তার আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার কথা রয়েছে। ফাখরুল আরেফিন খান প্রথম আলোকে বলেন, ‘৫৫ ও ৬৫ বছর বয়সী দুজন মানুষের গল্প। এই বয়সে দুজনের বন্ধুত্ব হলে কেমন হয়? চারপাশ, এমনকি পরিবার কীভাবে নেয়, তাই নিয়ে আমার রোমান্টিক-কমেডি ছবির গল্প।’

ছবিটির চিত্রনাট্য লিখেছেন রেজা আরিফ। এতে আরও অভিনয় করার কথা রয়েছে কলকাতার অভিনেতা সব্যসাচী বা গায়ক অঞ্জন দত্তের। কলকাতার অভিনেত্রী পায়েলও যুক্ত হয়েছেন ছবিটির সঙ্গে।

তবে লন্ডনে শুটিং শেষে মাস কয়েকের বিরতি দেবেন পরিচালক। আগামী বছরের মার্চে করবেন বাকি শুটিং। ছবিটি দেখার জন্য অপেক্ষা করতে হবে ২০২০ সালের ফেব্রুয়ারি অবধি।


মন্তব্য করুন