Select Page

ফাগুন হাওয়া : সিয়ামের নায়িকা তিশা

ফাগুন হাওয়া : সিয়ামের নায়িকা তিশা

আবারো তৌকীর আহমেদের সিনেমায় যুক্ত হলেন নুসরাত ইমরোজ তিশা। ‘ফাগুন হাওয়া’ সিনেমায় অভিনয় করবেন ‘হালদা’-খ্যাত এ তারকা। আর তার বিপরীতে থাকছেন টেলিভিশনের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ।

এক প্রতিবেদনে খবরটি জানিয়েছে চ্যানেল আই অনলাইন। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানও ইমপ্রেস টেলিফিল্ম।

তৌকীর আহমেদ বলেন, ‘তিশার চরিত্রের নাম দীপ্তি। এ চরিত্র করতে তার বিকল্প পাইনি।’

‘ফাগুন হাওয়া’ ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে। অনুপ্রেরণায় থাকছে টিটো রহমানের ‘বউ কথা কও’ শিরোনামের ছোটগল্প।

প্রান্তিকে ভাষা আন্দোলনের অভিঘাত কীভাবে ছড়িয়ে পড়ে তারই বিবরণ ফুটে উঠেছে গল্পে। ছবিতে সিয়ামের চরিত্রের নাম নাসির।

আরো অভিনয় করছেন আবুল হায়াত, ফজলুর রহমান বাবু, শহীদুল আলম সাচ্চু, রওনক হাসান, ফারুক আহমেদ, সাজু খাদেম, শাহাদাত হোসেন প্রমুখ।

৭ মার্চ শুটিং শুরু হওয়ার কথা থাকলেও ১০ মার্চ থেকে খুলনায় শুটিংয়ে যাচ্ছে ‘ফাগুন হাওয়া’।


মন্তব্য করুন

Shares