Select Page

ফারিনই জাজের নতুন নায়িকা

ফারিনই জাজের নতুন নায়িকা

জাজের নতুন নায়িকা হুমায়রা ফারিন খান

নতুন ছবি ‘ধেৎতেরিকি’র জন্য জাজের নতুন নায়িকা কে – এ নিয়ে এক মাস ধরে চলচ্চিত্রপাড়ায় নানা আলোচনা। প্রতিষ্ঠানটি প্রতিযোগিতারও আয়োজন করেছিল। সোমবার রাতে জানা গেল, নতুন নায়িকা হিসেবে পথচলা শুরু হল হুমায়রা ফারিন খানের।

এর আগে ফারিন-সহ বেশ কয়েকজন অভিনেত্রীর নাম সংবাদমাধ্যমে প্রকাশ হলেও মুখে তালা দিয়ে রেখেছিল প্রতিষ্ঠানটি।

ঢাকা ক্লাবের ওই অনুষ্ঠানে ‘ধেৎতেরিকি’ র নায়িকা হিসেবে ফারিনকে পরিচয় করিয়ে দেন জাজ মাল্টিমিডিয়ার স্বত্ত্বাধিকারী আব্দুল আজিজ

প্রথম ছবিতে ফারিন জুটি বাঁধবেন রোশানের সঙ্গে। তাদের সঙ্গে আরো অভিনয় করবেন আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া। শামীম আহমেদ রনির পরিচালনায় ৮ ডিসেম্বর সিনেমাটির চিত্রায়ন শুরু হবে ।ফারিন র‌্যাম্পে পরিচিত মুখ। তিনি কয়েকটি ফ্যাশন হাউজের বিলবোর্ডেও মডেল হয়েছেন। অনুষ্ঠানে ফারিন বলেন, ‘আমি কম কথা বলি। কাজে বিশ্বাসী, কাজ করে দেখাতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।’

আরো বলেন, ‘আমাকে চলচ্চিত্রে সুযোগ দেওয়ার জন্য জাজ মাল্টিমিডিয়ার কাছে আমি কৃতজ্ঞ।’

জাজের নতুন নায়িকা ফারিন

জাজ থেকে জানানো হয়, প্রায় ১০০ অভিনেত্রী থেকে বাছাই করে ফারিনকে নির্বাচন করা হয়েছে জাজ।

ফারিনকে বেছে নেওয়ার কারণ হিসেবে আজিজ বলেন, ‘প্রাথমিকভাবে বাছাই করার পর ফারিনকে নিয়ে এক সপ্তাহ গ্রুমিং করেছি। তাঁর মধ্যে যে অভিনয়-প্রতিভা দেখেছি, তাতে খুশি আমরা। সব দিক দিয়েই নায়িকা হওয়ার যোগ্যতা আছে ফারিনের।’


মন্তব্য করুন