Select Page

ফারুকীর নতুন ছবি ‘নো ল্যান্ডস ম্যান’

বছরখানেক আগে দুটি ছবি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন মোস্তফা সরয়ার ফারুকী। ‘পিঁপড়াবিদ্যা’ পরিচালনা করলেও ‘ডুবোশহর’-এর কাজ থমকে ছিল। এবার ঘোষণা দিলেন নতুন আরেকটি ছবির। নাম ‘নো ল্যান্ডস ম্যান’ ।

২০ আগস্ট ফারুকী বাংলানিউজকে বললেন, ‘যে ছবিটার আইডিয়া মাথায় কিলবিল করাতে ‘ডুবোশহর’ একটু থমকে আছে, সেটা বুসানের এশিয়ান প্রজেক্ট মার্কেটে নির্বাচিত হয়েছে। এর ইংরেজি নাম ‘নো ল্যান্ডস ম্যান’। বাংলা নাম এখনও চূড়ান্ত হয়নি।’

এবারের নির্বাচিত ৩০টি প্রকল্পের মধ্যে বাংলাদেশ ছাড়া ফ্রান্স, যুক্তরাষ্ট্র, কম্বোডিয়া, সার্বিয়ার প্রকল্পও আছে। আছে ফিলিস্তিনি প্রকল্প হানি আবু-আসাদের ‘দ্য ফ্ল্যাগ’। আগামী ২-১১ অক্টোবর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হবে ১৯তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উতসব। এই আয়োজন চলাকালে এশিয়ান প্রজেক্ট মার্কেটের কার্যক্রম সম্পন্ন হবে ৫ থেকে ৮ অক্টোবর। এই চারদিন ফারুকী সেখানে উপস্থিত থাকবেন। তার ‘টেলিভিশন’ বুসান চলচ্চিত্র উতসবে সমাপনী ছবি হিসেবে নির্বাচিত হয়েছিল। এটি বাংলাদেশের পাশাপাশি প্রযোজনা করেছিল জার্মানির মোগাদর ফিল্মস। তার নতুন ছবির প্রযোজক যৌথভাবে বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া।

এশিয়ান প্রজেক্ট মার্কেট হচ্ছে একধরনের পিচিং মার্কেট। বিভিন্ন চলচ্চিত্র নির্মাতারা তাদের পরের ছবির গল্প আর আগের কাজের কপি পাঠিয়ে থাকেন এখানে। প্রতিযোগিতার ভিত্তিতে সেরা ৩০টি গল্প বাছাই করা হয়। সেগুলো পরে আনুষ্ঠানিকভাবে মার্কেটে উপস্থাপন করা হয় যেখান থেকে আগ্রহী প্রযোজক বা সেলস এজেন্টরা বিভিন্ন ছবির সঙ্গে যুক্ত হন।

ফারুকী বললেন, ‘মার্কেট সিলেকশন আর ফান্ডিং রাউন্ডের রেজাল্ট দেখেই আগাম ধারণা পাওয়া যায় সামনে গুরুত্বপূর্ণ কী ছবি আসছে। এর ফলে নির্মাণ খরচ জোগাড় এবং ছবির প্রদর্শনেও অনেক নতুন পথের দেখা মিলছে। আমার পরের ছবির প্রযোজনা আর প্রদর্শন প্রক্রিয়ায় এসব নতুন পথ কাজে লাগাবো।’

‘নো ল্যান্ডস ম্যান’-এর সুখবরের মধ্যে ‘পিপড়াবিদ্যা’র মুক্তি দেওয়ার প্রক্রিয়া কতদূর এগিয়েছে? ফারুকী বাংলানিউজকে বললেন, ‘এখন তো ‘পিপড়াবিদ্যা’র কাজই করছি। দুই-একদিনের মধ্যে মুক্তির তারিখ জানাতে পারবো।’


মন্তব্য করুন