Select Page

ফার্স্টলুকে নিরব-মিথিলার চমক

ফার্স্টলুকে নিরব-মিথিলার চমক

প্রথমবারের মতো সিনেমা রাফিয়াত রশিদ মিথিলা, বিপরীতে আছেন নিরব। আর ঢাকা ও বান্দরবান মিলিয়ে অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ ছবির ১৬ দিনের শুটিং শেষ হয়েছে। পুরো কাজ শেষ হতে বাকি আছে আরও পাঁচ-ছয় দিনের শুটিং। এর আগে ছবিটি সম্পর্কে আগাম ধারণা দিতে পরিচালক প্রকাশ করেছেন ফার্স্ট লুক।

এতে ছবির নায়ক-নায়িকা নিরব ও মিথিলার চরিত্র সম্পর্কে কিছুটা ধারণা মিলেছে।

ছবিতে একজন ডাকাতের চরিত্রে অভিনয় করছেন নিরব। আর মিথিলাকে দেখা যাবে বিদেশফেরত বাংলাদেশি নারীর চরিত্রে। সুন্দর বাংলাদেশের একটি তথ্যচিত্র বানাতে গিয়ে ডাকাতের খপ্পরে পড়েন মিথিলা। ফার্স্ট লুকে দুজনের সাজ পোশাকে তেমনটাই ফুটে উঠেছে।

নিরব-মিথিলা ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, নওশাবা, মিশা সওদাগর, শাহেদ আলী সুজন, আনন্দ খালেদ প্রমুখ।

‘অমানুষ’ ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares