Select Page

ফার্স্টলুক প্রকাশে এলো দুই কিস্তির ঘোষণা (ভিডিও)

ফার্স্টলুক প্রকাশে এলো দুই কিস্তির ঘোষণা (ভিডিও)

dhaka-attack

ঢাকা অ্যাটাক’র আরো দুটি কিস্তিতে নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ছবিটির নির্মাতা দীপঙ্কর দীপন। মঙ্গলবার সন্ধ্যায় এফডিসির কড়ইতলায় ‘ঢাকা অ্যাটাক’ ছবির ফাস্ট লুক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

দীপনের বরাত দিয়ে জাগো নিউজ জানায়, ‘ঢাকা অ্যাটাক’ আগামী মার্চে মুক্তি দেয়া হবে। এরপরই বলিউডকে টেক্কা দিয়ে এ ছবির দ্বিতীয় কিস্তি এবং তারপর হলিউডের ছবির আদলে তৃতীয় কিস্তি নির্মাণের পরিকল্পনা রয়েছে।

ফাস্ট লুক উন্মোচনে উপস্থিত ছিলেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘ঢাকা অ্যাটাক’ ছবির পর আমরা আরো কিছু ছবি নির্মাণ করবো। এ কারণে সবার সহযোগিতা কামনা করছি।’

অনুষ্ঠানে ‘ঢাকা অ্যাটাক` সিনেমাটির অভিনয়শিল্পীদের মধ্যে আরিফিন শুভ, মাহি, এবিএম সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

‘ঢাকা অ্যাটাক’কে বলা হচ্ছে বাংলাদেশের প্রথম কপ থ্রিলার। সিনেমাটির ফার্স্টলুকে সে ইঙ্গিত পাওয়া গেছে। টানটান উত্তেজনায় নির্মিত ভিডিওতে দেখা যায়, হত্যা রহস্য উম্মোচন শহর থেকে দুর্গম পাহাড়ি অঞ্চল দাপিয়ে বেড়াচ্ছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


মন্তব্য করুন