Select Page

ফিরিয়ে দিয়েছিলেন ‘কেয়ামত থেকে কেয়ামত’

ফিরিয়ে দিয়েছিলেন ‘কেয়ামত থেকে কেয়ামত’

nobel

১৯৯২ সালে নোবেলকে নির্মাতা সোহানুর রহমান সোহান চেয়েছিলেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির নায়ক হিসেবে। সেই প্রস্তাব ফিরিয়ে দেন জনপ্রিয় এ মডেল। পরে সালমান শাহ অভিনয় করে হয়ে যান ইতিহাসের অংশ।

এ নিয়ে কি নোবেলেরও কোনও আফসোস হয়? কিংবা তখন এই প্রস্তাব ফিরিয়ে দিলেন কী কারণে? প্রায় আড়াই দশক পর এমন প্রশ্নের জবাব দিলেন নোবেল। মাছরাঙা টেলিভিশনের আয়োজনে ঈদের রাতের বিশেষ অনুষ্ঠান ‘স্টার নাইট’-এ অতিথি হয়ে আসছেন তিনি। সেখানেই শোনা যাবে এই প্রশ্নের জবাব।

প্রায় ২৫ বছরের বেশি সময় ধরে মডেলিংয়ে রাজত্ব করছেন নোবেল। বাকপটু নোবেলের রসবোধ দেখার সুযোগ হবে এ অনুষ্ঠানে। এতে নোবেল ছাড়াও তার পরিবার এবং সহকর্মীরা অনেকেই অংশ নিচ্ছেন। বলবেন নোবেলকে নিয়ে তাদের মনের কথা।

‘স্টার নাইট’-এ নোবেল গানও গেয়েও শোনাবেন। জানাবেন গান নিয়ে তার পরিকল্পনার কথা। সদ্য শুটিং হওয়া মারিয়া নূরের উপস্থাপনায় ‘স্টার নাইট’ গ্রন্থনা করেছেন রুম্মান রশীদ খান, প্রযোজনায় অজয় পোদ্দার। ঈদের দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে অনুষ্ঠানটি প্রচার হবে।


মন্তব্য করুন