Select Page

ফি দিয়ে ৫ কোটি মিনিট দেখা হয়েছে ‘হোটেল রিল্যাক্স’

ফি দিয়ে ৫ কোটি মিনিট দেখা হয়েছে ‘হোটেল রিল্যাক্স’

ঈদুল ফিতরে ওটিটি কনটেন্ট ‘মহানগর ২’ ও ‘মাইসেলফ অ্যালেন স্বপন’ নিয়ে যত আলোচনা হয়েছে তার সিকি ভাগও জোটেনি ‘হোটেল রিল্যাক্স’-এর কপালে। কিন্তু ঠিকই দর্শক দেখে নিয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা কাজল আরেফিন অমির প্রথম ওয়েব সিরিজটি।

পরিবেশক প্লাটফর্ম বঙ্গ বিডি জানায়, য়েবসিরিজ ‘হোটেল রিল্যাক্স’ ৫ কোটি মিনিটের বেশি পেইড ভিউ পেয়েছে।

এই প্লাটফর্মের মাসিক সাবস্ক্রিপশন ফি এখন ২০ টাকা।

বঙ্গ জানায়, তাদের অ্যাপ থেকে বিশ্বের ১০০ দেশ থেকে দর্শক টাকা দিয়ে সিরিজটি দেখেছে।

প্রাথমিক সাফল্যের পর গত ৪ মে ‘ফ্রি নয়, তবুও বঙ্গের সব রেকর্ড ছাড়িয়ে গেল হোটেল রিল্যাক্স’ শীর্ষক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সেখানে বঙ্গের চিফ অব কনটেন্ট মুশফিকুর রহমান বলেন, বঙ্গের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এজন্য সংবাদ সম্মেলন করে জানাচ্ছি। ১০ দিনে দেশ ও বিদেশ থেকে ২ লাখের বেশি ইউজার টাকা দিয়ে ‘হোটেল রিল্যাক্স’ দেখেছে। ইতোমধ্যে ৩ কোটি মিনিটের বেশি ভিউ হয়েছে। ৪০ লাখের বেশিবার প্লে হয়েছে।

ডাকাত, কাপড় ব্যবসায়ী, প্রতারক শ্রেণীর মানুষ একটি হোটেলে অবস্থানকালে মজার সব ঘটনা ঘটতে থাকে। সেই গল্পে নির্মিত হয়েছে ‘হোটেল রিল্যাক্স’।

‘হোটেল রিল্যাক্স’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পলাশ, মিশু সাব্বির, পাভেল, পারসা ইভানা, মারজুক রাসেল, শরাফ আহমেদ জীবন, চাষী আলম, পাভেল, শিমুল শর্মা, শিবলু, বাচ্চু, লামিমা প্রমুখ। অতিথি চরিত্রে আছেন পূর্ণিমা।


মন্তব্য করুন