Select Page

ফুটবল নিয়ে রায়হান রাফীর সিনেমা

ফুটবল নিয়ে রায়হান রাফীর সিনেমা

ফুটবল নিয়ে বাংলাদেশে নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি খিজির হায়াৎ খানের ‘জাগো’। ২০১০ সালে মুক্তি পাওয়া এই ছবির পর আবারও ফুটবল নিয়ে ছবি হতে যাচ্ছে। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ‘দামাল’ ছবিটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন রায়হান রাফী। ‘দামাল’-এর মূল ভাবনা চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের। কাহিনী লিখেছেন রাফী এবং চিত্রনাট্য করেছেন নাজিমুদ্দৌলা।

রাফী বলেন, ‘আট মাস ধরে আমরা প্রি-প্রডাকশনের কাজ করছি। এর মধ্যে সব গুছিয়ে এনেছি। গল্পে উঠে আসবে ১৯৭১ সালের স্বাধীন বাংলা ফুটবল দল থেকে বর্তমান জাতীয় দল পর্যন্ত। শুটিং করব ঢাকা, খুলনা, রাজশাহীসহ আরো কয়েকটি শহরে। কলকাতায়ও হবে কয়েকটি দৃশ্যের শুটিং। সব ঠিক থাকলে সামনের মাসে এফডিসিতে সেট ফেলে শুটিং শুরু করব। তখনই জানিয়ে দেব কারা কারা ছবিটিতে অভিনয় করছেন। তবে এতটুকু বলে রাখি, এত বড় তারকাবহুল ছবি গত কয়েক বছরে দেখেনি বাংলাদেশের দর্শক।’

উল্লেখ্য, এ বছর ‘ফুটবল ৭১’ নামে একটি ছবির জন্য সরকারি অনুদান পেয়েছেন অনম বিশ্বাস। ছবিটিতে মুক্তিযুদ্ধের পাশাপাশি সেই সময়কার ফুটবলের গল্প ফুটে উঠবে বলে জানান অনম।

অন্যদিকে রায়হান রাফি পরিচালিত ‘স্বপ্নবাজী’ ও ‘ইত্তেফাক’ অর্ধনির্মিত অবস্থায় রয়েছে। ছবিগুলো নিয়ে রাফি জানান, ওই ছবিগুলোর শুটিংও খুব শিগগিরই শুরু হবে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে ‘পরাণ’। এ দিকে লকডাউনের মাঝে ‘কানেকশন’ ও ‘অক্সিজেন’ নামের দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তি দিয়েছেন রাফি।


মন্তব্য করুন